header banner

Abhishek Banerjee : ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা অভিষেকের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  রাজনৈতিক সবায় অভিষেক কড়া নির্দেশ দিলেন সমস্ত নেতৃত্বকে। তাঁর স্পষ্ট কথা - ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এই দুই জেলা নেরিত্বের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাওড়া সদর ও গ্রামীণের নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাওড়া (Howrah) ছাড়াও বৈঠক হয় ঝাড়গ্রাম (Jhargram) জেলা নেতৃত্বের সঙ্গেও।

{link}

বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। ঝাড়গ্রাম, হাওড়া সদর ও গ্রামীণের সমস্ত বিধায়ক, তিন মন্ত্রী পুলক রায়, অরূপ রায়, মনোজ তিওয়ারি, গ্রামীণ ও সদরের সভাপতি, চেয়ারম্যান, যুব, মহিলা ও আইএনটিটিইউসির সভাপতিরাও বৈঠকে ছিলেন। ওই সভায় অভিষেকের কড়া নির্দেশ, দ্রুত জনগনের দরজায় যেতে হবে। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিবিড় জনসংযোগের উপর বিশেষ জোর দেন।

{link}

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর প্রত্যেকটি শিবিরে বিধায়কদের যাওয়ার জন্য নির্দেশ দেন তিনি। বলেন, শিবিরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হবে। তাঁদের সমস্যার কথা শুনতে হবে। এই কর্মসূচি সফল করার জন্য এলাকায় প্রচার চালাতে হবে। ছোট ছোট সভা, বৈঠক করে এলাকায় গিয়ে প্রচার চালাতে হবে। সেই সঙ্গে রাজ্যের জনমুখী প্রকল্পগুলির কথাও মানুষের কাছে বেশি করে তুলে ধরতে হবে।

{ads}

 

News Breaking News Abhishek Banerjee TMC সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article