header banner

রাজ্যে ১৩ দিনে পদার্পন করল ভারত জোড়ো যাত্রা, সোমবার শুরু হল মুর্শিদাবাদ থেকে

article banner

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সারা দেশ জুড়ে ভারত জোড়ো যাত্রা করছেন রাহুল গান্ধি। সেই পথ অনুসরন করেই, রাজ্যে সাগর থেকে পাহাড় পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। নির্ধারিত কর্মসূচি অনুসারেই ৯ই জানুয়ারি সোমবার ভারত জোড়ো যাত্রা শুরু হ'ল মুর্শিদাবাদে শক্তিপুর থানার সাটুই বাজার এলাকা থেকে। গত ২৮ ডিসেম্বর থেকে রাজ্যে চলা এই পদযাত্রা আজ ১৩ দিনে পদার্পণ করলো। এদিন সকাল ৭ টা ৩০ মিনিটে এই যাত্রা শুরু হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে। 

{link}
সোমবারের এই পদযাত্রায় সামিল রয়েছেন বেলডাঙা ২ নম্বর ব্লক ও রেজিনগর বিধানসভার কংগ্রেস নেতৃত্ব সহ জেলা কংগ্রেস নেতৃত্ব ও দলের অগুনতি কর্মী সমর্থকরা। রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া, অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এগিয়ে চলা এই পদযাত্রাকে ঘিরে এলাকার জনসাধারণের মধ্যেও উন্মাদনা লক্ষ্য করা গেলো যথেষ্ট ভাবে। সামিল হতে দেখা গেল খুদে শিশুদেরও। বাস্তবিক ভাবেই রাজনৈতিক মহলে রাজ্যে এই পদযাত্রার কারনে কিছুটা হলেও নিজেদের হারানো জমি ফিরে পাচ্ছে কংগ্রেস।
{ads}

news Adhir Ranjan Chowdury West Bengal Murshidabad সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article