নিজস্ব সংবাদদাতা, হাওড়া: অবশেষে এলো সুখবর। পানাগড়ে নিত্য দুর্ভোগের রেলগেটের উপর তৈরি হতে চলেছে ফ্লাইওভার। হাওড়া থেকে দিল্লী যাওয়ার অন্যতম যোগাযোগের একটি মাধ্যম হলো রেল পথ। দিল্লি ও অন্যান্য রাজ্যে যাওয়ার এই রেলপথই গিয়েছে পানাগড়ের উপর দিয়ে। সেই রেল পথ দিয়ে নিত্যদিন বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল করে। পানাগড় বাজার থেকে রেলপাড় যাওয়ার মাঝেই পড়ে একটি রেল গেট। যে রেল গেট পারাপার করে নিত্য দিন হাজার হাজার মানুষকে যাতায়াত করতে হয়। কিন্তু রেল গেট ঘন ঘন বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রীদের।
{link}
প্রায় ১০ থেকে ১২ টি গ্রামের মানুষের যাতায়াত হয় নিত্যদিন। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ছাড়াও অফিস কাছারিতে যাওয়ার জন্য যাতায়াত করেন অনেকেই। কিন্ত দীর্ঘক্ষন রেল গেটে আটকে থাকার কারণে নির্দিষ্ট সময়ে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারেন না অনেকেই। তাই এলাকার মানুষের দাবি ছিলো রেল গেটের বদলে সেখানে একটি ফ্লাই ওভার ব্রিজ নির্মাণ করা হোক। এই বিষয়ে এলাকার মানুষ রেল দফতরে লিখিত আবেদন করেন।
এলাকাবাসীর আবেদনে সাড়া দিয়ে পানাগড়ে ফ্লাইওভার নির্মাণের কাজ দ্রুত শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন আসানসোল ডিভিশনের রেলের ডি আর এম প্রমানন্দ শর্মা। তিনি জানিয়েছেন এই ফ্লাই ওভার নির্মাণ কাজের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ফ্লাই ওভার নির্মাণের কাজে একটু সময় লাগবে। এলাকার মানুষকে ধৈর্য ধরতে হবে।
{ads}