header banner

6G Technology in India: খুব শীঘ্রই দেশের প্রত্যন্ত অঞ্চলেও মিলবে 6G পরিষেবা, জানুন কিভাবে

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এক সময় দেশে ৪জি পরিষেবার গতিই একটি অবাক করার মত বিষয় হলেও বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। ইতিমধ্যেই দেশে মিলছে ৫জি পরিষেবা। কিন্তু একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, অচিরেই দেশে ইতিহাস হয়ে যাবে তাও। কারন শীঘ্রই দেশে আসতে চলেছে দ্রুত গতির 6G পরিষেবা। এমনকি জানা গিয়েছে ভারতের প্রত্যন্ত অঞ্চলেও মিলবে এই আধুনিক নেটওয়ার্কের পরিষেবা। জান গিয়েছে সম্প্রতি দেশবাসীকে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা দিতে আমেরিকার সঙ্গে সফলভাবে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত (6g  Technology MOU)। শনিবার নয়াদিল্লিতে বসেছিল দু’ দিনের জি২০ শীর্ষ সম্মেলনের আসর। তার ঠিক আগের দিন এই বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে নেক্সট জি অ্যালায়েন্স ও ভারত ৬জি অ্যালায়েন্সের মধ্যে।

এই বিষয়টি প্রসঙ্গে একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তিটির অধীনে ৬জি ওয়্যারলেস প্রযুক্তি চালু ও নির্ভরযোগ্য সাপ্লাই চেইন তৈরির লক্ষ্যে কাজ করা হবে। ভারত ও আমেরিকা উভয় দেশই বর্তমানে নির্ভরযোগ্য ও সুরক্ষিত টেলিকমিউনিকেশন ব্যবস্থা তৈরি করার লক্ষ্যে কাজ করছে। দুই দেশই চায়, দ্রুত 6G নেটওয়ার্ক পরিষেবা চালু করতে। সেই লক্ষ্যপূরণের উদ্দেশ্যেই একসঙ্গে কাজ করবে এই দুই দেশ। প্রসঙ্গত, এদিন নেক্সট জি অ্যালায়েন্সের তরফে চুক্তিতে স্বাক্ষর করেন এটিআইএসের প্রেসিডেন্ট তথা সিইও সুজান মিলার ও ভারত ৬জি অ্যালায়েন্সের পক্ষে স্বাক্ষর করেন এনজি সুব্রহ্মণ্যম। সুব্রহ্মণ্যম বলেন, “ভারত সমাজকে শক্তিশালী করতে চায়। পরবর্তী প্রজন্মের ৬জি পরিষেবা বিশ্বে জীবনযাত্রার মানোন্নয়ন করবে। সেই লক্ষ্যে নেক্সট জি অ্যালায়েন্সের সঙ্গে এই বিশেষ চুক্তি স্বাক্ষর করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।”

{link}
জি২০ সম্মেলনের ফাঁকে পার্শ্ববৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠক শেষে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, দুই রাষ্ট্রপ্রধানই আমেরিকায় রিপ অ্যান্ড রিপ্লেস প্রোগ্রামে ভারতীয় কোম্পানিগুলির অংশগ্রহণের দিকে তাকিয়ে রয়েছে। প্রেসিডেন্ট বাইডেনও আমেরিকায় রিপ অ্যান্ড রিপ্লেস পাইলটে ভারতের সমর্থনকে স্বাগত জানিয়েছেন। জুন ২০২৩ মার্কিন কোম্পানি ম্যাক্রন, ল্যাম রিসার্চ এবং অ্যালায়েড মেটিরিয়ালস ভারতে লগ্নির বিষয়ে যা বলেছিল, তার অগ্রগতি নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন দুই রাষ্ট্র প্রধানই। বম্বে আইআইটি যে চিকাগো কোয়ান্টাম এক্সচেঞ্জের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে, তাও (6g  Technology MOU) জানানো হয়েছে ওই বিবৃতিতে। 
{ads}

news 6G 6G Network 6G Service 6G Technology সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article