header banner

Amul : 'আমুল' কমালো তাদের দ্রব্যের দাম

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে, বেড়ে চলেছে জিনিসের দাম। সেই পরিস্থিতিতে বাজারের কথা ভেবে ও মানুষের ক্রয় ক্ষমতার কথা মাথায় রেখে 'আমুল' (Amul) কমালো তাদের দ্রব্যের দাম। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (জিসিএমএমএফ)-এর অন্যতম কর্তা জয়েন মেহতা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই সংস্থার দুধ বা দুগ্ধজাত পণ্যের ওপর ভরসা করেন বহু মানুষ।

{link}

তাই এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য অত্যন্ত স্বস্তির। জানা গিয়েছে, মোট তিনটি ভিন্ন দুধজাত পণ্যের দাম কমিয়েছে আমুল। এর মধ্যে রয়েছে আমুল গোল্ড, আমুল টি স্পেশাল এবং আমুল ফ্রেশ। সেগুলির দাম প্যাকেট পিছু ১ টাকা করে কমানো হয়েছে। প্রজাতন্ত্র দিবসের আগেই এই ঘোষণায় খুশি দেশের মানুষ।

{link}

আরও এক দুগ্ধজাত পণ্যের সংস্থা মাদার ডেয়ারিও (Mother Dairy) তাদের দাম কমাতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনও তাদের কোনো ঘোষণা হয় নি। আগে আমুল গোল্ডের দাম ছিল ৬৬ টাকা। এখন সেটি ৬৫ টাকায় পাওয়া যাবে। আমুল টি স্পেশালের দাম ৬৩ টাকা থেকে কমে হল ৬২ টাকা। এছাড়া আমুল তাজা, যা আগে ৫৪ টাকায় পাওয়া যেত, সেটাই এবার কমে হল ৫৩ টাকা। শুধুমাত্র ১ লিটার প্যাকেটের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই মূল্যহ্রাস।

{ads}

News Breaking News Amul Mother Dairy সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article