শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদির জমানায় ক্রমেই উন্নতির শিখরে পৌঁছচ্ছে ভারতীয় অর্থনীতি। দেশের জিডিপির লেখচিত্র ক্রমেই ঊর্ধ্বমুখী। যেখানে কোভিড পরিস্থিতি সহ একাধিক কারণের প্রভাবে বিশ্বের তাবড় তাবড় দেশের জিডিপি নড়বড়ে অবস্থায় রয়েছে, সেই তুলনায় ক্রমাগত উন্নতি করে চলেছে দেশ। এহেন আবহে ফের এল সুখবর। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতির বৃদ্ধি হয়েছে ৭.৮ শতাংশ। এই হার বিশ্বের যে কোনও অর্থনীতির তুলনায় দ্রুততম।
প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রথম ত্রৈমাসিকের জিডিপি প্রকাশ করেছে জাতীয় পরিসংখ্যান অফিস। সেখানেই জানা গিয়েছে, প্রথম ত্রৈমাসিকে উদার সরকারি ব্যয়, শক্তিশালী ভোক্তা চাহিদা এবং উচ্চ পরিষেবা খাতের কার্যকলাপের মতো কারণগুলি সাহায্য করেছে ভারতীয় অর্থনীতিকে। এর আগে প্রকাশ করা হয়েছিল কোর সেক্টরের পরিসংখ্যান। জুলাই মাসে কোর সেক্টরের বৃদ্ধির হার নেমে এসেছিল ৮ শতাংশে। অথচ তার ঠিক এক মাস আগে কোর সেক্টরের বৃদ্ধির হার ছিল ৮.৩ শতাংশ।
{link}
এনএসওর তথ্য অনুসারে, এক বছর আগের একই ত্রৈমাসিকে অর্থাৎ জুন ২০২২ ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ১৩.১ শতাংশ। সে তুলনায় এ বছর বৃদ্ধির হার প্রভাবিত হয়েছে। প্রথম ত্রৈমাসিকে, কৃষি খাতে ৩.৫ শতাংশ বৃদ্ধির হার রেকর্ড করা হয়েছে, যেখানে নির্মাণ খাতের বৃদ্ধির হার ছিল ৭.৯ শতাংশ। তবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে উৎপাদন খাত হতাশ করেছে, যার বৃদ্ধির হার নেমে এসেছে ৪.৭ শতাংশে।
{ads}