header banner

Baba Vanga Prediction: সোনার মাধ্যমেই ধনকুবের হওয়ার সুযোগ? বাবা ভাঙ্গারের ভবিষ্যতবাণী জেনে নিন

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিশ্বের সোনার দাম চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। গত দুএকদিন সোনার দামের পতন হচ্ছে ঠিকই কিন্তু আবার বাড়বে সোনার দাম। বাবা ভাঙ্গার এমনই বলেছেন। বুলগেরিয়ান এই অন্ধ ভবিষ্যৎদ্রষ্টা বহু আগেই গোটা বিশ্ব জুড়ে ২০২৬ সালে আর্থিক অস্থিরতার ইঙ্গিত দেন। সেই সূত্র ধরেই বিশেষজ্ঞরা আগামীতে সোনার মূল্য বৃদ্ধির আগাম আভাস দিয়েছেন। আর্থিক নিরাপত্তার সোপান হিসেবে সোনাকে অনেকেই প্রাধান্য দেন। এই ধাতু সংগ্রহে রাখলে আপদে বিপদে তা আমাদেরকে রক্ষা করে। সোনা সঞ্চয়ে থাকলে আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত হয়। ভাঙ্গার কথা কতটা মিলবে তা ভবিষ্যৎ বলবে। কিন্তু আগে বহু ক্ষেত্রেই মিলে গেছে।

{link}

  বাবা ভাঙ্গার মনে করেন, ২০২৬ সাল এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে দিয়ে যাবে। আর প্রযুক্তি, রাজনীতি, অর্থনিতি সব ক্ষেত্রেই ঘটতে পারে বড়সড় অঘটন। যদিও এই সব ভবিষ্যদ্বাণীর কোনও প্রামাণ্য নথি নেই। তবে বাবা ভাঙ্গার সমর্থকরা মনে করেন, যেহেতু অতীতে এই ভবিষ্যৎদ্রষ্টার বহু গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী সত্য হয়েছিল, তাই এবারেও হয়তো তা অক্ষরে অক্ষরে মিলবে। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীগুলি বিশ্লেষণ করলে বোঝা যাবে তিনি ২০২৬-এ সরাসরি আর্থিক সংকটের ইঙ্গিত দিয়েছেন। সেই ইঙ্গিত মেনেই মনে করা হচ্ছে সোনার দাম ২০২৬ সালে আকাশ ছোঁয়া হবে। আর ঐতিহাসিক ভাবেও যেকোনও বিপর্যয় বা মন্দার সময় সোনার দাম যে হু হু করে বাড়ে, তা আমরা অতীতে দেখেছি।

{ads}

Baba Vanga Gold Price Gold Prediction Gold Price Prediction Gold Investment Investment Gold সোনা সোনার দাম সোনা বিনিয়োগ বাবা ভাঙা

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article