header banner

Business : এবার মধ্যবিত্তরাও কিনতে পারে ফ্ল্যাট

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মানুষের কাছে ফ্ল্যাট কেনা সম্ভবত আরও সহজলভ্য হতে চলেছে। মানুষের মাথায় একটা ছাদ দেওয়া মোদী সরকারের একটা বড় নীতি। অনেকেই মনে করছেন, এবারের বাজেটে তার কিছু প্রতিফলেন ঘটবে। আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সব ক্ষেত্রই আশাবাদী, বাজেটে তাদের জন্য কিছু ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

{link}

রিয়েল এস্টেট সেক্টরও তেমন বাজেট নিয়ে আশাবাদী। দিল্লি ও সংলগ্ন এলাকা, লখনউ, ভোপালের মতো শহরে ২ বিএইচকে ফ্ল্যাটের দাম ৫০ লক্ষ টাকা ছাড়িয়েছে। শুধু তাই নয়, এখন লাক্সারি অ্যাপার্টমেন্ট বাড়ছে। ফলে মধ্যবিত্তের ফ্ল্যাট কেনার স্বপ্ন ধাক্কা খাচ্ছে। গত বছরের জুলাইয়ে তৃতীয়বার মোদী সরকার গঠনের পর বাজেট পেশ করেছিলেন নির্মলা। সেইসময় তিনি বলেছিলেন, মধ্যবিত্ত যাতে ফ্ল্যাট কিনতে পারে, তার জন্য পদক্ষেপ করবে কেন্দ্র।

{link}

রিয়েল এস্টেট সেক্টর আশাবাদী, এবারের বাজেটে তা নিয়ে নির্দিষ্ট রূপরেখা জানানো হবে। রিয়েল এস্টেট সেক্টরকে ইন্ডাস্ট্রির মর্যাদা দেওয়ারও দাবি উঠেছে। গত কয়েক বছরে দেশজুড়ে জমির দাম বেড়েছে। বাড়ি তৈরির সামগ্রীর দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর ফলে ফ্ল্যাটের দাম বাড়ছে। স্বাভাবিকভাবে কমছে ক্রেতার সংখ্যা। এই পরিস্থিতিতে রিয়েল এস্টেট সেক্টর (Real estate sector) চাইছে, মধ্যবিত্ত যাতে সামর্থ্যের মধ্যে ফ্ল্যাট কিনতে পারেন, সেদিকে নজর দিক সরকার। ওয়ান গ্রুপের ডিরেক্টর উদিত জৈন বলেন, সাধারণ মানুষ যাতে ফ্ল্যাট কিনতে পারেন, সেজন্য ক্রেডিট লিঙ্কড ভর্তুকি স্কিম আনা দরকার সরকারের।

{ads}

News Breaking News business সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article