শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : খুব ধীরে ধীরে এগিয়ে চলেছে পুরুলিয়া (Purulia) জেলা। কখনো সরকারি আনিকুল্য পেয়ে আবার কখনো ব্যক্তিগত উদ্যোগে পুরুলিয়ার মানুষ জেলার অর্থনীতিকে এগিয়ে নিয়ে চলেছে। তসর চাষ একটি বিশেষ ধরনের রেশম চাষ পদ্ধতি। যে চাষে রেশম পোকা পালন করে রেশম উৎপাদন করা হয়। পরবর্তীতে যা তসর বস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়।
{link}
রেশম পোকা সাধারণত বন্য গাছের পাতায় প্রতিপালিত হয়। এই পোকাগুলি মূলত অ্যান্থেরিয়া মাইলিটা প্রজাতির, যাদের জীবনচক্র পুরোপুরি প্রকৃতির সঙ্গে মিশে রয়েছে। পোকাগুলো পাতায় পাতায় গুটি বাঁধে, আর সেখান থেকেই উৎপন্ন হয় তসর। এখন এই রেশম পোকা প্রতিপালন করে চলেছে পুরুলিয়া জেলার কাশীপুরের নারায়ণগড় তসর বীজ সরবরাহ কেন্দ্র।
{link}
এর ফলে ওই এলাকার অর্থনীতি দ্রুত উন্নত হচ্ছে। বহু মানুষ এর সঙ্গে যুক্ত হয়েছে। রেশম পোকা প্রতিপালন করে তারা গড়ে তুলছেন একটি নতুন জীবিকা, যা শুধু তাদের সংসার নয়, প্রাণ ফিরিয়েছে গ্রামীণ অর্থনীতিতেও। এই কেন্দ্রটির মূল কাজ হল উন্নতমানের তসর বীজ বা ডিম সরবরাহ করা এবং কেন্দ্রের মধ্যেই থাকা ঘন জঙ্গলে রেশম পোকা প্রতিপালন করা। যেখানে গ্রামের চাষিরা আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে এই পোকা প্রতিপালন করছেন। জানা যায়, বর্ষাকালে এই তসর পোকা চাষের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়।
{ads}