header banner

Samsung Galaxy Z Trifold: 200 MP ক্যামেরা 10 ইঞ্চি ডিসপ্লে! কোম্পানির প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন লঞ্চ স্যামসাংয়ের

article banner

তথাগত ঘোষ: স্মার্টফফোনের বাজারে নতুন চমক নিয়ে হাজির স্যামসাং। ইতিমধ্যেই সম্পূর্ণ বিশ্বজুড়ে ফোল্ডিং ফোনের উচ্চ চাহিদা তৈরি হয়েছে। একাধিক কোম্পানি এই সেগমেন্টে দুর্দান্ত ব্যবসায়িক সাফল্যের দেখাও পেয়েছে। এবার টেকপ্রেমীদের জন্য আরও একটি দুর্দান্ত সুখবর নিয়ে হাজির জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Samsung। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, কোম্পানিটির পক্ষ থেকে এটির প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। এই স্মার্টফোনটির নাম দেওয়া হয়েছে Samsung Galaxy Z TriFold । 2025 সালের 12 ডিসেম্বর ফোনটিকে দক্ষিণ কোরিয়ায় লঞ্চ করা হবে। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এটি 2026 সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে প্রবেশ করে যাবে বলে ধারণা করা হচ্ছে। স্যামসাংয়ের এই নয়া ট্রাই-ফোল্ড স্মার্টফোনটিতে কী কী আকর্ষণীয় ফিচার রয়েছে? দেখে নিন-

{link} 
Samsung Galaxy Z TriFold –এর স্পেসিফিকেশন: এই ফোনটিতে ‘ইনওয়ার্ড ফোল্ডিং’ ডিজাইনের সুবিধা প্রদান করা হয়েছে। প্রধান ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার মাধ্যমে এটি দুই দিক থেকে ফোল্ড হয়ে যাবে। সম্পূর্ণ আনফোল্ড অবস্থায় এই ফোনটির ডিসপ্লের আকার 10 ইঞ্চি। এটি বন্ধ থাকা অবস্থায় একটি 6.5 ইঞ্চি কভার স্ক্রিনের সুবিধা অফার করবে। খোলা অবস্থায় মূলত ফোনটি একটি ট্যাবলেট সাইজের ডিসপ্লেতে রূপান্তরিত হবে। ফোনটিতে একটি Snapdragon 8 Elite প্রসেসরের সুবিধা প্রদান করা হয়েছে। রয়েছে 16 GB র‍্যাম। গ্রাহকরা ফোনটিতে 512 GB বা 1 TB স্টোরেজের বিকল্প বেছে নিতে পারবেন। 

{link}
Samsung Galaxy Z Trifold –এর ফিচার: এই ফোনটির প্রধান ক্যামেরাটি 200 MP –এর। একইসঙ্গে রয়েছে 12 MP আলট্রা ওয়াইড লেন্স। প্রদান করা হয়েছে 3x অপটিক্যাল জুম সহ 10 MP টেলিফোটো ক্যামেরা। কভার ও মেন স্ক্রিন, দুই ক্ষেত্রেই 10 MP –এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ফোনটিতে একটি 5600mAh থ্রি-সেল ব্যাটারি সিস্টেমের সুবিধা প্রদান করা হয়েছে। মিলবে 45W ওয়্যার্ড চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং। এই নয়া স্মার্টফোনটিতে IP48 ওয়াটার রেজিস্ট্যান্সের সুবিধাও প্রদান করেছে স্যামসাং। তবে, এটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল মাল্টিটাস্কিংয়ের ক্ষমতা। তিনটি স্ক্রিনে, তিনটি পোট্রেট আকারের অ্যাপ্লিকেশন একইসঙ্গে চালানো যাবে। 

{link}
Samsung Galaxy Z Trifold –এর দাম: দক্ষিণ কোরিয়ায় ফোনটির 16GB র্যা ম ও 512 GB স্টোরেজের মডেলটির দাম করা হয়েছে প্রায় 2,443 ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রের আগে ফোনটি চিন, তাইওয়ান, সংযুক্ত আরব আমিরশাহী এবং সিঙ্গাপুরেও লঞ্চ করা হবে। যদিও, এই ফোনটির ভারতের লঞ্চ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।  
{ads}

Samsung Smartphone Launch Galaxy Z Trifold Trifold Smartphone Tech News Samsung New Smartphone Bengali News সংবাদ স্মার্টফোন স্যামসাং ট্রাইফোল্ড স্মার্টফোন

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article