header banner

WhatsApp Caption Edit: ব্যবহারকারীদের জন্য নয়া চমকপ্রদ সুবিধা নিয়ে এলো এই অ্যাপ্লিকেশন, জানুন বিস্তারিত-

article banner

ইতিমধ্যেই বেশ কয়েকটি নতুন বৈশিষ্ট্য এনে চমক সৃষ্টি করেছে হোয়াটসঅ্যাপ। যার ফলে বাড়তি সুবিধাও পাচ্ছেন এই চ্যাটিং অ্যাপ্লিকেশনটির ব্যবহারকারীরা। সম্প্রতি একটি নতুন বৈশিষ্ট্য লঞ্চ করেছিল সংস্থাটি, যার মাধ্যমে একবার সেন্ড করে দেওয়া মেসেজ পুনরায় এডিট করার সুবিধা পেয়েছেন ইউজাররা। তবে এখানেই চমকের অবসান ঘটেনি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, পুনরায় একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে মেটার অধীনস্থ সংস্থাটি। 

{link}
এতোদিন পর্যন্ত ব্যবহারকারীরা এই অ্যাপটিতে মিডিয়া ক্যাপশন এডিট করার সুবিধা পেতেন না। মিডিয়ার সঙ্গে পাঠানো কোন একটি ক্যাপশন একবার পাঠানো হয়ে গেলে, তা আর এডিট করা যেত না। কিন্তু, এই ক্ষেত্রে একটি পরিবর্তন হতে চলেছে। কারণ, সূত্রের খবর, চ্যাটিং অ্যাপ্লিকেশনটি আইওএস-এর জন্য একটি নতুন আপডেট প্রকাশ করেছে। এই নতুন ভার্সন 23.16.72 তে একটি মিডিয়ার সঙ্গে পাঠানো মেসজগুলি এডিট করার সুবিধা সহ আরও বেশ কয়েকটি নতুন বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। 

{link}
এর ফলে কী সুবিধা পেতে চলেছেন গ্রাহকেরা? 
এখন হোয়াটসঅ্যাপ চ্যাটে পাঠানো কোন মেসেজ খুব সহজের এডিট করা যায়। কিন্তু কোন ছবি বা মিডিয়া ফাইলের সঙ্গে পাঠানো মিডিয়া মেসেজ এডিট করা যায় না। এবার থেকে এই ধরণের মেসেজও এডিট করা যাবে। যার ফলে যে ব্যক্তি ইতিমধ্যেই মেসেজ পাঠিয়ে দিয়েছেন, তিনি সেই সমস্ত মেসেজগুলিতে অতিরিক্ত তথ্য সংযুক্ত করতে পারেন বা নিজের পছন্দমতো সেটির এডিটও করতে পারেন। 
সাধারণভাবে শুধুমাত্র চ্যাট নয়, আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আদানপ্রদান করার জন্য ব্যবহারকারীরা এই অ্যাপ্লিকেশনটির ব্যবহার করে থাকেন। অনেক সময় তাড়াহুড়োয় ভুল তথ্য চলে গেলে সেই ক্ষেত্রে যিনি মেসেজ করছেন তাকে সমস্যায় পড়তে হয়। এই নতুন বৈশিষ্ট্যটি এই ধরণের সমস্যার ক্ষেত্রে অনেকটাই সুবিধা প্রদান করতে চলেছে।

 
কিভাবে এই নতুন বৈশিষ্ট্যটির সুবিধা নেবেন? 
সূত্রের খবর, এই নতুন বৈশিষ্ট্যটির মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই তাদের মিডিয়া সহ পাঠানো মেসেজ এডিট করতে পারবেন। এই নয়া সুবিধাটির ব্যবহার করতে প্রথমে পাঠানো মেসজটিতে ক্লিক করে হোল্ড করে থাকুন। তারপর স্ক্রিনের উপর আপনা থেকেই একটি নতুন মেনু খুলে যাবে। সেই মেনুটির মধ্যে থেকে এডিট ক্যাপশন বিকল্পটির ব্যবহার করে আপনি আপনার পাঠিয়ে দেওয়া মেসেজটি নিজের পছন্দ মতো পরিবর্তন করতে পারবেন। এই পদ্ধতিটি সম্পূর্ণভাবেই আপনি ঠিক যেভাবে আপনার সাধারণ মেসেজগুলি এডিট করেন, সেই একই পদ্ধতির অনুকরণে তৈরি করা হয়েছে।  

{ads}
 

WhatsApp WhatsApp Edit Caption Feature WhatsApp Chat WhatsApp Text Edit WhatsApp Message Edit Chatting Application WhatsApp New Update হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নতুন আপডেট

Last Updated :