header banner

Cholesterol : শরীরেই মিলতে পারে হাই কোলেস্টেরলের ৫ লক্ষণ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কোলেস্টেরল (Cholesterol) মাপার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো ব্লাড টেস্ট। তবে কিছু ক্ষেত্রে মুখ বা শরীরেই উচ্চ কোলেস্টেরলের কিছু লক্ষণ দেখা যেতে পারে। নিচে এমনই পাঁচটি সম্ভাব্য উপসর্গ নিয়ে আলোচনা করা হলো।

১) চোখের আশেপাশে হলুদ দাগ চোখের পাতার আশেপাশে হলুদ দাগ বা ছোট ফোলাভাব দেখা দিলে তা হাই কোলেস্টেরলের লক্ষণ হতে পারে। এই দাগগুলোকে জ্যান্থেলাজমা বলা হয়, যেগুলি চর্বিযুক্ত পদার্থ থেকে তৈরি হয়। 

{link}

২) হঠাৎ দেখা দেওয়া ছোট ফুসকুড়ি বা গুটি এই গুটি বা দানা গুলিকে এরাপটিভ জ্যান্থোমাস বলা হয়, যা সাধারণত গাল, বাহু বা নিতম্বে দেখা দেয়। এগুলো দেখতে ছোট লাল বা হলুদ এবং অনেক সময় চুলকানির মতো হয়। এটি রক্তে অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড জমে যাওয়ার ফলে হয়ে থাকে।

৩) চোখের কর্নিয়ার চারপাশে সাদা বা ধূসর রিং (আর্কাস সেনিলিস) চোখের স্বচ্ছ অংশ কর্নিয়ার চারপাশে ধূসর বা সাদা বৃত্ত দেখা গেলে তা আর্কাস সেনিলিস বা কর্নিয়াল আর্কাস হতে পারে। সাধারণত এটি বৃদ্ধদের মধ্যে দেখা যায় এবং ক্ষতিকর নয়, তবে ৪৫ বছরের কম বয়সীদের মধ্যে দেখা গেলে এটি হাই কোলেস্টেরলের লক্ষণ হতে পারে।

{link}

৪) চামড়ায় নীলচে বা বেগুনি রঙের জালের মতো দাগ কিছু ক্ষেত্রে উচ্চ কোলেস্টেরলের কারণে শরীরের ছোট রক্তনালিগুলো বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে, যাকে কোলেস্টেরল এম্বোলাইজেশন সিনড্রোম বলা হয়। এর ফলে চামড়ায় নীল বা বেগুনি জালের মতো দাগ দেখা দিতে পারে।

৫) ত্বকে হলুদাভ ছোপ বা বিবর্ণতা (জ্যান্থোডার্মা) মুখ, চোখ বা শরীরের ত্বকে যদি হলুদ দাগ বা বিবর্ণতা দেখা দেয়, তবে সেটিও উচ্চ কোলেস্টেরলের ইঙ্গিত হতে পারে।

{ads}

News Breaking News Cholesterol Health News সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article