শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সময় থেমে থাকে না, বয়স বাড়বেই—এটাই স্বাভাবিক। কিন্তু বয়স বাড়ার ছাপ যে অকালেই মুখে–শরীরে ফুটে উঠছে, তার দায় অনেকটাই আমাদের প্রতিদিনের কিছু অভ্যাসের। বিশেষ করে সাতসকালের কয়েকটি ভুল রুটিন শরীরের মেটাবলিজম, হরমোন ও ত্বকের উপর এমন প্রভাব ফেলে, যা আপনাকে বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক দেখাতে পারে। তাই জেনে নেওয়া জরুরি—কোন কোন অভ্যাস একধাক্কায় বাড়িয়ে দেয় বয়স।
{link}
সকালে খালি পেটে দীর্ঘ সময় থাকা শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর অভ্যাসগুলির একটি। এতে স্ট্রেস হরমোন কার্টিজল বেড়ে যায়, কমে মেটাবলিজম ও এনার্জি লেভেল—প্রভাব পড়ে ত্বকেও। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই ফোনে চোখ রাখা দ্বিতীয় বড় বিপদ। নীল আলো ও নেতিবাচক খবর মস্তিষ্কে চাপ বাড়ায়, মনকে ক্লান্ত করে তোলে। একই সঙ্গে খালি পেটে কফি খাওয়ার অভ্যাসও ত্বকের বারোটা বাজাতে পারে—ডিহাইড্রেশন বাড়ে, ত্বক দ্রুত নিষ্প্রভ ও বলিরেখাযুক্ত হয়ে ওঠে।
{link}
এর সঙ্গে যুক্ত হয় দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস। ভোরের সূর্যের মৃদু আলো শরীরের প্রাকৃতিক ঘড়ি ঠিক রাখে, ভিটামিন ডি উৎপাদনে সাহায্য করে এবং ত্বক–হাড়ের জন্য ভীষণ উপকারী। নিয়মিত সূর্যের আলো এড়িয়ে চললে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, ক্লান্তি ও বয়সের ছাপ দ্রুত ফুটে ওঠে। তাই বয়সকে যতটা সম্ভব ‘ধীরে’ এগোতে দিতে চাইলে—সকালে প্রাতঃরাশ মিস নয়, ফোন ও কফি নয়, আর ভোরের আলোকে বন্ধু করাই হোক আপনার প্রথম কাজ।
{ads}