শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ক্যান্সারের (cancer) কারণ নিয়ে অনেক গবেষণা হলেও এখনও কোনো বিশেষ উৎস খুঁজে পাওয়া যায় নি। তবে খাদ্যর অভ্যাস, পরিবেশ ও বাংশগত কারণের কথা অনেকে বলেন। ক্যানসারকে এতদিন বয়স্কদের রোগ হিসেবেই ধরা হতো। কিন্তু এখন সেই ধারণা বদলে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের পাশাপাশি সারা বিশ্বে ৪০ বছরের কম বয়সীদের মধ্যেও ক্যানসারের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। যা আগে ছিল বিরল, এখন তা বাস্তব এবং আশঙ্কাজনক।
{link}
ক্যান্সার গবেষক ডাঃ আদিত্য সারিন জানিয়েছেন, "৪০ বছরের কম বয়সীদের মধ্যে ক্যানসারের প্রবণতা স্পষ্টভাবে বাড়ছে, যা আমাদের সকলের জন্য গভীর উদ্বেগের বিষয়।" সবচেয়ে বিপজ্জনক দিক হল দেরীতে রোগ শনাক্ত হওয়া। তরুণদের ক্ষেত্রে শরীরের অস্বাভাবিকতা বা লক্ষণকে প্রায়ই সাধারণ সমস্যা হিসেবে এড়িয়ে যাওয়া হয় বা ভুলভাবে রোগ নির্ণয় করা হয়। দীর্ঘ ক্লান্তি, হঠাৎ ওজন কমে যাওয়া, অনিয়মিত রক্তপাত বা হজমের সমস্যা — এসব উপসর্গকে গুরুত্ব না দিলে বড় বিপদ হতে পারে। চিকিৎসকেরা বলেন,"আমাদের এখনই সচেতনতা বাড়াতে হবে এবং আমাদের স্বাস্থ্য পরীক্ষার নিয়মাবলীতে তরুণদেরও অন্তর্ভুক্ত করা দরকার। তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা জীবন বাঁচাতে পারে।”
{link}
বর্তমানে ব্রেস্ট ক্যানসার (Breast cancer), কোলন ক্যানসার, সার্ভিকাল ক্যানসার এমনকি রক্তের ক্যানসারও অনেক বেশি দেখা যাচ্ছে তরুণদের মধ্যে। বিশেষ করে যাদের পারিবারিক ইতিহাস আছে বা ঝুঁকিপূর্ণ জীবনযাপন করেন, তাদের জন্য আগাম স্ক্রিনিং অত্যন্ত জরুরি। চিকিৎসকরা বলছেন, তরুণ প্রজন্মের মধ্যে ক্যানসারের এই আশঙ্কাজনক বৃদ্ধির বিরুদ্ধে লড়তে হলে আমাদের স্বাস্থ্য সচেতনতা, উপসর্গ চিনে নেওয়া এবং সময়মতো চিকিৎসা শুরু করার প্রবণতা গড়ে তুলতে হবে।
{ads}