শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : শরীরের অন্দরে চলতে থাকা সমস্ত সমস্যার প্রতিফলন দেখা যায় শরীরের বাহ্যিক অঙ্গগুলিতে। ডায়াবেটিস (Diabetes), কোলেস্টেরলের (Cholesterol) মতো চেনা সমস্যাগুলিও শরীরে দানা বাঁধার আগে বিভিন্ন সংকেত দিয়ে জানান দেয়। ত্বকের বিভিন্ন সমস্যা থেকে প্রস্রাব, মল, দেহের রেচন পদার্থে দেখা যায় শরীরের মধ্যে চলতে থাকা সমস্যার লক্ষণ।
{link}
তেমনই ডায়াবেটির সমস্যার লক্ষণ দেখা যায় মানুষের মুত্রে। নিজের প্রস্রাবে কয়েকটি লক্ষণ দেখলে তখনই সতর্ক হয়ে যান, আপনার শরীরের অন্দরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে প্রস্রাবে বেশ কয়েকটি লক্ষণ দেখা যায়। কিডনি-সহ পুরো স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ সংকেত। যত তাড়াতাড়ি সম্ভব এই লক্ষণগুলি চিহ্নিত করে চিকিৎসা নিলে, ডায়াবেটিসকে প্রাথমিক পর্যায়েই নিয়ন্ত্রণ করা যেতে পারে। প্রস্রাব তৈরিতে বিশেষ ভূমিকা রাখে কিডনি।
{link}
কিডনি দেহে ছাঁকনির কাজ করে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে বাধাপ্রাপ্ত হয় কিডনীর রক্ত ছাঁকবার বা পরিস্রুত করার ক্ষমতা। ফলে বারবার প্রস্রাবের বেগ অনুভূত হয়। বিশেষ করে রাতে এই সমস্যা আরও বেশি হয়। যদি এমনভাবে বারবার প্রস্রাবের প্রয়োজন হয় তবে একবার শর্করা পরীক্ষা করানো উচিত। প্রস্রাবে ফেনা প্রস্রাবে ফেনা উচ্চ রক্ত শর্করার সংকেত। রক্তে অতিরিক্ত শর্করা, প্রোটিন প্রস্রাবের সঙ্গে নির্গত হয়। ফলে ফেনা দেখা যায়।
{ads}