শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীদের ডায়েটে ড্রাগন ফলের (Dragon Fruit) রমরমা বেড়েছে। তাদের দেখাদেখি অনেকেই এখন এ ফল রাখছেন প্রতিদিনের খাদ্যতালিকায়। বিদেশি ফল হলেও এখন ড্রাগন ফ্রুট বেশ জনপ্রিয়। নানা রকম ভিটামিন ও খনিজসমৃদ্ধ এই ফলে ক্যালোরির পরিমাণ কম বলে ডায়াবেটিসরাও (Diabetics) খেতে পারেন।
{link}
পলিফেনল, ক্যারোটিনয়েডস সমৃদ্ধ এ ফলে ভিটামিন সিও বেশি পরিমাণে থাকে। আর রোগপ্রতিরোধ ক্ষমতা। আপনার শরীরে ড্রাগন ফল রক্তে আয়রনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। আয়রনের মাত্রা বৃদ্ধি করার পাশাপাশি ড্রাগন ফলে ভিটামিন সি থাকে, যা আয়রনের শোষণ ও কার্যকারিতা বৃদ্ধি করতেও সহায়তা করে। ছাড়া ড্রাগন ফলে যেমন অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, তেমনই থাকে প্রচুর পরিমাণে ভিটামিন 'সি'।
{link}
আর ভিটামিন 'সি' দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। ড্রাগন ফলে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে। এ ধরনের উপাদান পেটে ল্যক্টো-ব্যাসিলাস জাতীয় ব্যাক্টেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে। আবার ড্রাগন ফলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। ফ্ল্যাভোনয়েড, ফেনলিক অ্যাসিড ও বিটাসায়নিনের মতো একাধিক অ্যান্টি-অক্সিডেন্ট কোষকে ‘ফ্রি র্যাডিক্যাল’ থেকে সৃষ্টি হওয়া ক্ষতির হাত থেকে রক্ষা করে, যা একদিকে ক্যানসারের (cancer) ঝুঁকি হ্রাস করে, অন্যদিকে অল্প বয়সে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না শরীরে।
{ads}