header banner

Health News : চোখ হলুদ দেখাচ্ছে, লিভার ক্যান্সারের উপসর্গ ?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ক্যান্সার (cancer) এখন এক ভয়ংকর মারনরোগ। প্রতিদিন প্রতিনিয়ত মানুষ ত্রাসে ভুগছে  ক্যান্সার নিয়ে। ক্যান্সার শরীরের সর্বত্র হতে পারে। তবে  লিভার ক্যান্সারে (liver cancer) সংক্রমিত হচ্ছে মাত্রা ছাড়া। ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন, লিভার ক্যান্সারের প্রাথমিক কিছু উপসর্গ থাকে। আর প্রথমে ধরা পড়লে লিভার ক্যান্সার সারানো যায়। এই প্রাথমিক উপসর্গগুলো হলো - 

{link}

* কারণ ছাড়াই দ্রুত ওজন কমছে।

* খিদে পাচ্ছে না।

* পেটের উপরের দিকে ব্যথা।

* বমি বমি ভাব বা বমি হচ্ছে।

* ক্লান্তি আসছে শরীরে, দুর্বল লাগছে।

{link}

* পেট ফুলছে।

* ত্বক হলুদ হয়ে পড়ছে।

* চোখ হলুদ দেখাচ্ছে।

* স্টুলের রং সাদা হয়ে গিয়েছে বা চকের মতো হয়েছে ইত্যাদি।

এই ধরনের লক্ষণ দেখা দিলেই সরাসরি চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলুন। কারণ এই একই লক্ষণ অনেক রোগের থাকতে পারে। চিকিৎসক সবটা বুঝে নিয়ে কিছু টেস্ট দিতে পারেন। চিকিৎসকের পরামর্শে চললে দ্রুত আরোগ্যের সম্ভাবনা থাকে। এই লক্ষণ থাকলে অবহেলা করবেন না।

{ads}

News Breaking News cancer liver cancer Health News সংবাদ

Last Updated :