header banner

Hair Care : ঘরোয়া উপায়ে চুল কালো রাখুন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়া এখন একটা বড়ো সমস্যা। কম্পানিগুলো বিভিন্ন রঙ দিচ্ছে চুলের জন্য। তা ব্যবহার করে চুল আরো দ্রুত সাদা হচ্ছে। তাই প্রাকৃতিক উপায়ে চুল কালো করার কথা বলছেন চুল বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন -

১) হেনা করুন - প্রাকৃতিক রং হিসেবে ব্যবহার করা হয় হেনা। এটি আপনার চুলের জন্যে বেশ উপকারী। গবেষণাতেও এমন উল্লেখ পাওয়া যায়। হেনায় একাধিক গুণ আছে। বিশেষ করে আপনার চুল কালো করতে সাহায্য করে।

{link}

 

২) লাল চায়ের হেয়ার রিনস -সসপ্যানে পরিমাণ মতো জল ফুটিয়ে নিন। তার মধ্য়ে চা পাতা মিশিয়ে দিন এবং ফুটাতে থাকুন। ওর রং পরিবর্তন হতে শুরু করবে। ঠান্ডা করার পরে চুলে লাগান। স্নান করার পরেও লাগাতে পারেন। দুই একবার শ্য়াম্পু করার পরে রং ফিকে হতে শুরু করবে। তাই বার বার লাগাবেন।

{link}


৩) নারকেল তেল ও কারি পাতা - চুল কালো করার জন্যে নারকেল তেলও ব্যবহার করতে পারেন। নারকেল তেল এবং কারিপাতা মিশিয়ে তৈরি করুন বিশেষ তেল। এই তেল স্ক্যাল্পে মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে। চুল প্রয়োজনীয় পুষ্টি পায়। ফলে, প্রিম্যাচিওর হেয়ার গ্রেয়িং বা অকালপক্কতার গতি ধীর হয়। গবেষণাতেও এই উল্লেখ পাওয়া যায়। নারকেল তেলের মধ্য়ে কারি পাতা মিশিয়ে হালকা আঁচে ফুটিয়ে দিন। তা ভালো করে ফুটিয়ে নিন। ঠান্ডা করার পর ছেঁকে নিয়ে শিশিতে ঢেলে রাখুন। সপ্তাহে অন্তত ২-৩দিন মালিশ করুন। গবেষণাতেও এই বিষয়ে উল্লেখ পাওয়া গিয়েছে।

{ads}

News Health News Breaking News Hair Care সংবাদ

Last Updated :