header banner

Health News : বৃষ্টির জল পানের যোগ্য

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বহু বছর আগের থেকেই বাড়ির প্রবীনেরা বৃষ্টির জল বালতি করে ধরে রাখতেন। আর তা খাওয়া ছাড়া বিভিন্ন কাজে ব্যবহার করতেন। কিন্তু এখন কবিরাজী শাস্ত্র বলছে বৃষ্টির জল খাওয়া যেতে পারে। তবে দুটি শর্ত মেনে। 

১) বায়ু দূষিত যেই অঞ্চলে, সেই অঞ্চলের বৃষ্টির জল পান করা চলবে না। দিল্লি মুম্বই বা কোলকাতার (Kolkata) মতো মেট্রো সিটিতে তো একদম না। দূষণ বিহীন পরিবেশ,বিশেষ করে গ্রামাঞ্চলের বৃষ্টির জল পানের যোগ্য।

২) তবে পরিমিত। বেশি পান করলে হিতে বিপরীত হতে পারে।

{link}

বিশেষজ্ঞরা বলছেন - 

১) বৃষ্টির জলে থাকা অ্যালকালাইন অ্যাসিডিটি কমায় ও হজমশক্তি বাড়ায়।

২. বৃষ্টির জলে থাকা অ্যালকালাইন পিএইচ ক্যানসার কোষের বৃদ্ধি রুখে দেয়। এই রোগীদের ক্ষেত্রে অ্যান্টি-অক্সিডেন্টের কাজ করে।

{link}

 

৩. নিত্যদিন সকালে সংরক্ষণ করে রাখা বৃষ্টির জল ২-৩ চামচ খেলে পাকস্থলীর সমস্যা দূর হয়।

৪. . বৃষ্টির জলে ঘামাচি দূর হয়। ত্বকের জ্বালাও থাকে না।

৫. বৃষ্টির জল ত্বক ও চুলের জন্য ভাল। তবে যেসব জায়গার পরিবেশ দূষিত, সেখানকার বৃষ্টির জল দিয়ে স্নান করা উচিত নয়।

{ads}

News Breaking News Health News Rainwater সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article