header banner

Skin Care : ব্রণ দূর করুন ঘরোয়া উপায়ে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গরমের দিনে হিট র‍্যাশ। তারপরেই বর্ষায় ব্রণর সমস্যা। অনেকেই জানেন না, রোজের বেশ কিছু অভ্যাস ত্বকে ব্রণ-ফুস্কুড়ির সমস্যা বাড়িয়ে তোলে। এমনকি বার বার মুখ ধুলেও কিন্তু ব্রণ হতে পারে। যাদের তৈলাক্ত ত্বক তারা অধিকাংশই ব্রণর সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে রইল বিশেষ টিপস।

{link}

* ত্বকের ব্রণ দূর করতে লাগান বরফ (ice)। রুমালে জড়িয়েই বরফ দেবেন, সরাসরি ত্বক নয়। বরফ প্রদাহ কমান। রক্তনালিগুলোকে সঙ্কুচিত করে। ফলে ফোলা ভাব, ব্যথা কমে যায়। পরিষ্কার কাপড়ে বা নরম কাপড়ে এক টুকরো বরফ নিন। তা ৫ থেকে ১০ মিনিট তা ব্রণর ওপর রাখুন। প্রতি ঘন্টায় এক বার করে করতে পারেন। এতে ত্বকের ক্ষতি হবে না। 

* টি ট্রি অয়েলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আছে। এই তেল ব্রণর ওপর লাগান। তুলোয় করে এক ফোঁটা টি ট্রি নিন। তা ব্রণর উপর লাগান। রাতে ঘুমনোর আগে ব্যবহার করুন। মিলবে উপকার। দূর হবে ব্রণ।

{link}

* মধু (honey) ব্যবহার করতে পারেন। মধুতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য আছে। এটি ব্রণর ওপর লাগান। ১৫ থেকে ২০ মিনিট রাখুন। হালকা গরম জলে ধুয়ে ফেলুন। মিলবে উপকার।

{ads}

News Breaking News Skin Care home remedies সংবাদ

Last Updated :