header banner

Teeth Care : দাঁতের হলুদেভাব দূর করুন ঘরোয়া টোটকায়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দাঁতের (teeth) হলুদেভাব কিছুতেই কাটছে না। লোকের সঙ্গে কথা বলতে গেলে অনেকটা লজ্জা পেতে হয়। আজকে সেই নিয়েই কিছু ঘরোয়া টোটকার (Home remedies) কথা আপনাদের জানাবো। যদি আপনার দাঁত হলদে হয়ে থাকে, তাহলে আপনি টক ফলের সাহায্য নিতে পারেন। টক ফল দাঁতকে চকচকে করতে সাহায্য করে।

{link}

স্ট্রবেরিতে (Strawberry) সামান্য লবণ লাগিয়ে দাঁতে ঘষলে হলদেভাব দূর হতে শুরু করে। আপনি চাইলে কলার খোসার ব্যবহার করতে পারেন। কলার খোসায় থাকা মিনারেল দাঁতের উপরিভাগে জমে থাকা ময়লা এবং হলদেভাব দূর করতে সাহায্য করে। একটি ছোট সাদা বস্তু দাঁতের জন্য রামবাণের মতো কাজ করে। দাঁতের ব্যথা থেকে শুরু করে ময়লা পরিষ্কার করতেও কার্যকর।

{link}

ফিটকিরির গুঁড়ো দাঁতে প্রতিদিন ঘষলে দাঁত পরিষ্কার এবং উজ্জ্বল দেখায়। রান্নাঘরের মধ্যে থাকা সেঁধা লবণের সঙ্গে সর্ষের তেল মিশিয়ে নিয়মিত দাঁত পরিষ্কার করলে কিছুদিনের মধ্যে দাঁতের হলুদেভাব দূর হয়ে যাবে। এই ঘরোয়া পদ্ধতিগুলোর মাধ্যমে সহজেই দাঁতের হলুদেভাব দূর করা যায়, এবং এর জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনও হয় না।

{ads}

 

News Breaking news teeth Care Health News Home remedies Strawberry শোঞবাড

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article