header banner

Bone cancer : শরীরজুড়ে ছড়ায়, লক্ষণ এড়ালে বাড়ে ঝুঁকি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ক্যানসারের (cancer) নাম শুনলে এক্কেবারে আত্মারাম খাঁচা শূন্য হয়ে যায় ৷ প্রাথমিক ভাবে বা প্রাথমিক লক্ষণে যাকে এড়িয়ে যাওয়া হয়ে থাকে৷ কিন্তু সম্ভাবনা যদি সত্যি হয় সেক্ষেত্রে বিশাল বেগ দিতে পারে ৷ শুধুই বয়স্কদেরই নয় শিশুদেরও হতে পারে ৷ সঙ্গে বাদ যায় কিশোর ও যুবকরাও ৷

{link}

যদিও এই ক্যানসারের মোট পরিসংখ্যানের মধ্যে ০.২ শতাংশ হয়ে থাকে। তাছাড়াও এর লক্ষণ ও প্রভাব অত্যন্ত গম্ভীর হতে পারে ৷ ক্যানসার হাড় থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে ৷ এরফলেই চিকিৎসা পদ্ধতি অত্যন্ত অসুবিধার হয়ে থাকে ৷ এর সংখ্যা অত্যন্ত কম হয়ে থাকে ৷ অনেকেই আছেন শুরুর দিকে লক্ষণগুলি এড়িয়ে গিয়েছেন ৷

{link}

হাড়ের ক্যানসার (Bone cancer) সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য ও সময় সময়ে জ্ঞান আহরণ অত্যন্ত জরুরি হয়ে থাকে ৷ বোন সার্কোমা হাড়ের কোষ উৎপন্ন হয়ে থাকে, হাড় তৈরির ক্ষেত্রে কাজ করতে পারে ৷ থাই, হাত, পাঁজর-সহ শরীরের বিভিন্ন জায়গায় যেখানে হাড় থাকে সেই সমস্ত হাড়কে প্রভাবিত করে ৷

{ads}

 

News Breaking News cancer Health News Bone cancer সংবাদ

Last Updated :