header banner

Onychophagia : আপনার এই বদ অভ্যাসটি ত্যাগ করুন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রথমেই প্রশ্ন আসে, নখ কামড়ানো কি নিতান্ত স্বাভাবিক কোনো প্রবৃত্তি নাকি এর পিছনে আছে কোনো মনসস্তাত্ত্বিক কারণ। মনসস্তাত্ত্বিকেরা বলেন, নখ কামড়ানো আসলে একটা বিশেষ মানসিক প্রক্রিয়া। যদি আপনি বিরক্ত হন, বা কিছু নিয়ে হতাশ হন, নখ কামড়ে নিজেকে ব্যস্ত রাখার একটি সহজ উপায়। যখন পূর্ণ একাগ্রতার সঙ্গে কিছু করেন, তখন আপনি বুঝতে পারবেন না যে আপনি  নখ কামড়াচ্ছেন।

{link}

নখ কামড়ানো (Nail biting) আপনাকে নার্ভাসনেস থেকে সাময়িক শান্তি দেয়। মনোবিজ্ঞানের ভাষায় এই রোগের নাম অনাইকোফ্যাগিয়া (Onychophagia)। এই রোগের ফলে,আপনার আঙুলের ত্বক এবং তার চারপাশের ত্বকের ক্ষতি হতে পারে। এটি নখের চারপাশে ব্যথা অনুভব করতে পারে। শুধু তাই নয়, আপনার নখ অন্যরকম দেখতে শুরু করে। এছাড়াও, ইনফেকশন হতে পারে। নখের ময়লা পেটে গিয়ে পেটের রোগ হতে পারে। তাই দ্রুত নিজের মনের জোরে এই রোগ থেকে আপনাকে মুক্তি পেতে হবে।

{link}

কোনও অভ্যাস ভাঙতে সময় লাগে, একইভাবে আপনি যদি নখ কামড়ানো বন্ধ করার চেষ্টা করছেন এবং তা করতে অক্ষম হন, তাহলে আপনাকে কিছুটা সংযম করতে হবে। প্রথম কয়েকদিন নিজের মনের উপর নিজের বাসনার কর্তৃত্ব বজায় রাখতে হবে। আর এই তিনটি নিয়ম কিছুদিন মেনে চলুন : নিয়মিত নখ কাটুন, নেইল পলিশ লাগান, প্রয়োজনে হাতে গ্লাভস পরুন।

{ads}

 

News Breaking News Health news bad habit Nail biting Onychophagia সংবাদ

Last Updated :