header banner

Horoscope: নভেম্বরের ত্রিগ্রহী যোগের জন্য পাল্টে যাবে কয়েক রাশির ভাগ্য! জেনে নিন নিজের ভবিষ্যৎ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গ্রহদের সেনাপতি মঙ্গল, ধন ও সুখ-সমৃদ্ধির দাতা শুক্র এবং গ্রহরাজ সূর্য এক সারিতে এসে এই যোগ তৈরি করবে। নভেম্বরে আরও কয়েকটি গ্রহের রাশি পরিবর্তনের ফলে ত্রিগ্রহী ও চতুর্গ্রহী যোগের সৃষ্টি হবে, যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে বিবেচিত। এই ত্রিগ্রহী যোগের প্রভাবে কিছু রাশির জাতক-জাতিকার কর্মজীবন ও ব্যবসায় উন্নতি ঘটবে। কর্মহীন ব্যক্তিরা নতুন চাকরির সুযোগ পেতে পারেন এবং সুখ-সুবিধাও বৃদ্ধি পাবে। আসুন জেনে নিই, কোন কোন রাশির জন্য এই সময়টি অত্যন্ত ভালো হতে চলেছে। 

{link}

মকর রাশি: মকর রাশির জাতকদের জন্য নভেম্বরের এই ত্রিগ্রহী যোগ অত্যন্ত শুভ ও ফলদায়ক প্রমাণিত হবে। এটি তাঁদের কুণ্ডলীর আয় ও লাভ স্থানে গঠিত হচ্ছে। তা থেকে আয় বৃদ্ধির দারুণ সম্ভাবনা রয়েছে। ধন-সম্পত্তি বৃদ্ধি পাবে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হবে। বিনিয়োগ থেকে লাভ হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল।

{link}

 বৃশ্চিক: রাশিবৃশ্চিক রাশির জাতকদের জন্য ত্রিগ্রহী যোগের সৃষ্টি তাঁদের জীবনের ভালো দিনের সূচনা করতে পারে। এই যোগের ফলে বৃশ্চিক রাশির জাতকদের ব্যক্তিত্ব, সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। সম্মান ও প্রতিপত্তি অর্জিত হবে। যারা নতুন চাকরির সন্ধানে আছেন, তারা এই যোগের প্রভাবে ভালো সুযোগ পেতে পারেন। নতুন গাড়ি বা সম্পত্তির মালিক হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই সময়ে স্বাস্থ্যের উন্নতি হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

মীন রাশি: মীন রাশির জাতকদের জন্য ত্রিগ্রহী যোগ অত্যন্ত শুভ ও ফলদায়ক হবে। এই গোচর তাঁদের কুণ্ডলীর নবম ভাব, অর্থাৎ ভাগ্য স্থানে গঠিত হবে। এর ফলে ভাগ্যের পূর্ণ সমর্থন মিলবে। আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হবে এবং ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। কর্মজীবন ও ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। আর্থিক অবস্থার উন্নতি হবে।

{ads}

Horoscope News Horoscope Update Zodiac Sign News Bengali News Makar Rashi সংবাদ জ্যোতিষ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article