header banner

Viral Video: খেলা দেখাতে দেখাতে নিজের প্রশিক্ষকের উপরেই ঝাঁপিয়ে পড়ল ভাল্লুক! কী হল তারপর?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অরণ্যের অন্যতম শক্তিশালী ও ভয়ানক প্রাণী। কিন্তু, সেই প্রাণীই বর্তমানে হয়ে উঠেছে মানুষের বিনোদনের সূত্র। কথা হচ্ছে ভাল্লুকের। অনেক সময়েই ভাল্লুক কে নিয়ে খেলা দেখানো হয়ে থাকে। কিন্তু, বেশ কিছু ক্ষেত্রে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। সম্প্রতি তেমনই এক ঘটনা ঘটেছে ভারতের পড়শি দেশ চিনে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ভাল্লুক নিয়ে ঠিকঠাকভাবেই চলছিল খেলা। তা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। কিন্তু খেলা দেখানোর মাঝেই আচমকা প্রশিক্ষকের উপর ঝাঁপিয়ে পড়ে হিংস্র প্রাণীটি। তারপর চলে ভয়াবহ এক লড়াই। সম্প্রতি ঘটনাটি ঘটেছে চিনের হ্যাংজু সাফারি পার্কে। ইতিমধ্যেই ঘটনার সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, খেলা দেখানোর জন্য দুটি কালো ভাল্লুককে স্টেজে আনেন দুই প্রশিক্ষক।

{link}  

দ্বিতীয় ভাল্লুকটি স্বাভাবিক থাকলেও প্রথম ভাল্লুকটি আচমকা আক্রমণাত্বক হয়ে ওঠে। ঝাঁপিয়ে পড়ে প্রশিক্ষকের উপর। তারপরই হুলস্থূল পড়ে যায় সেখানে। ছুটে আসেন পার্কের অন্যান্য কর্মীরা। কিন্তু ভাল্লুকটিকে ছাড়ানোর চেষ্টা করলে সে আরও বেশি আক্রমণাত্বক হয়ে ওঠে। আতঙ্কিত হয়ে পড়েন সকলে। প্রায় ১ মিনিট ধরে চলে সেই ভয়ংকর লড়াই। অবশেষে হিংস্র প্রাণীটির হাত থেকে কোনওমতে রেহাই পান ওই যুবক।

{ads}

Bear Attack Bear Attack Video Bear Attack News Bear Bear Trainer Animals Animal Videos সংবাদ ভাল্লুক ভাইরাল খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article