header banner

Shanay-Timpishka River: প্রাণীদের কাছে সাক্ষাৎ মৃত্যু পেরুর এই নদী! কারণ জানেন?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পেরুর আমাজন অরণ্যের গভীরে এমন একটি নদী রয়েছে, যার একাংশের জল এতটাই গরম যে তাতে কোনো প্রাণী পড়লে জীবিত অবস্থাতেই সেদ্ধ হয়ে যায়। এই নদীর তীরে জলের তাপমাত্রা প্রায়ই ৮০°C থেকে ৯৫°C এর মধ্যে থাকে। কখনও কখনও এটি ফুটন্ত অবস্থাতেও (১০০°C) পৌঁছে যায়। এতে পড়লে মাছ সঙ্গে সঙ্গে মারা যায়। আর ছোট স্তন্যপায়ী প্রাণীরা মাত্র কয়েক সেকেন্ডেই প্রাণ হারায়। স্থানীয়রা এই নদীটিকে বলে “শানে-টিম্পিশকা” (Shanay-Timpishka) — যার অর্থ, “সূর্যের তাপে সেদ্ধ নদী”।

{link}

  বিজ্ঞানীরা এখন নিশ্চিত করেছেন, এটি কোনও বাড়িয়ে বলা গল্প নয়, বরং একটি প্রাকৃতিক ঘটনা, যেখানে পৃথিবীর গভীর থেকে উঠে আসা গরম জলধারা নদীর জল এত উষ্ণ করে তোলে। শানে-টিম্পিশকা নদী শুধু তার মারণাত্মক উষ্ণতার জন্যই নয়, বরং তার অবস্থানের জন্যও অনন্য। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই নদীটি এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে কোনো আগ্নেয়গিরি নেই। নদীটির নিকটতম আগ্নেয়গিরি বা টেকটোনিক প্লেটের সীমানা থেকে ৭০০ কিলোমিটারেরও বেশি দূরে। এই কারণেই বিজ্ঞানীরা বিস্মিত — যেখানে গলিত লাভার কোনো উৎসই নেই, সেখানে এত বেশি তাপ কীভাবে তৈরি হচ্ছে? এই রহস্যই শানে-টিম্পিশকাকে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক বিস্ময় করে তুলেছে। নদীটির তাপ চারপাশের আবহাওয়া বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে নয়। বিজ্ঞানী আন্দ্রেস রুজো (Andrés Ruzo)-এর গবেষণা অনুযায়ী নদীটি “Deep Hydrothermal Circulation” (গভীর ভূ-তাপীয় প্রবাহ) নামক প্রক্রিয়ার মাধ্যমে গরম হয়।

{ads}

Peru River Famous Rivers of the World Shanay-Timpishka Shanay River Bengali News Feature সংবাদ শনে টিম্পসিকা নদী নদী

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article