শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গার্লফ্রেন্ডের বাবা-মায়ের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে চেয়েছিলেন। তাই করালেন ওজন কমানোর সার্জারি। কিন্তু শেষ রক্ষা হল না। ৩৬ বছর বয়সি চিনা যুবক অপারেশনের কয়েক দিনের মধ্যেই প্রয়াত হয়েছেন। হেনান প্রদেশের শিনশিয়াং শহরের বাসিন্দা লি জিয়াংয়ের ওজন ছিল প্রায় ১৩৪ কেজি। বিয়ের আলোচনার প্রস্তুতি হিসেবে তিনি গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত নেন। লি বহুদিন ধরেই স্থূলতায় ভুগছিলেন। উচ্চতা ছিল ১৭৪ সেমি, আর ওজন ১৩০ কেজিরও বেশি। খাবারের প্রতি নিয়ন্ত্রণ রাখতে না পারার সমস্যাও ছিল—এমনটাই জানিয়েছে South China Morning Post (SCMP)।
{link}
লি–র বড় ভাই বলেন, তিনি একটি সিরিয়াস সম্পর্কে ছিলেন এবং গার্লফ্রেন্ডের বাবা-মায়ের সঙ্গে দেখা করার আগে নিজের ওজন কমিয়ে ভালো ইমপ্রেশন তৈরি করতে চেয়েছিলেন। তিনি বলেন, “সবকিছু ঠিকঠাক চলছিল। তাই দেখা করার আগে ওজন কমাতে চেয়েছিল। বিয়ের প্রস্তুতি হিসেবেই সার্জারিটা করেছিল।” ৩০ সেপ্টেম্বর লি–কে ঝেংঝো শহরের নাইথ পিপলস হসপিটালে ভর্তি করা হয়। ২ অক্টোবর গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি হয়, এবং প্রথমে ডাক্তাররা এটিকে সফল বলে জানান। অপারেশনের পর তাঁকে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়। কিছু উন্নতি দেখা দিলে তাঁকে সাধারণ ওয়ার্ডে সরানো হয়। ৪ অক্টোবর ভোরে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সকাল ৬টা ৪০ মিনিটে হাসপাতালে কর্মীরা তাঁকে অচেতন ও নিঃশ্বাসহীন অবস্থায় পান। দ্রুত পুনরায় আইসিইউতে নিয়ে গিয়ে চিকিৎসা করা হলেও, শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
{ads}