header banner

Bangladesh Protests: বিক্ষোভের বাংলাদেশে ফের ঝরল রক্ত! গুলিবিদ্ধ যুব নেতা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  বাংলাদেশে হচ্ছেটা কি? কেন এতো রক্ত, এতো আগুন? ওসমান হাদির পরে এবার বিপ্লবি ছাত্র নেতা মহম্মদ মোতালেব সিকদারকে গুলি করা হলো। ন্যাশনাল সিটিজেন পার্টি বা NCP-এর মহম্মদ মোতালেব সিকদারকে গুলি করা হয়েছে মাথায়। ৪২ বছর বয়সী পার্টির কেন্দ্রীয় নেতা সিকদারকে সোমবার বেলা ১২টা ১৫ মিনিটে গুলি করা হয়। বাংলাদেশের সোনাডাঙায় তাকে গুলি হয়েছে বলে খবর। তার শারীরিক পরিস্থিতি এখন অত্যন্ত আশঙ্কাজনক। এই প্রসঙ্গে NCP-এর নেতা সইফ নেওয়াজ সংবাদ সংস্থা প্রথম আলোকে জানান, মোতালেব সিকদার সেন্ট্রাল অর্গানাইজার ছিলেন। শুধু তাই নয়, তিনি NCP-এর শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা ডিভিশনের কনভেনারও ছিলেন। আগামী কিছুদিনের মধ্যেই খুলনায় শ্রমিকদের নিয়ে ব়্যালি করার কথা ছিল। কিন্তু তার আগেই গুলি করা হয়েছে এই নেতাকে বলে জানা গিয়েছে।

{link}

  মাথায় রাখতে হবে যে, কিছুদিন আগেই বাংলাদেশে আরও এক যুবনেতা ওসমান হাদি খুন হয়েছেন। রিকশা করে যাওয়ার সময় তাকে পিছন থেকে গুলি করা হয়। গুলি লাগে হাদির মাথায়। তারপর প্রথমে বাংলাদেশেই তার চিকিৎসা করা হয়। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। সেখানেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় হাদির। এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়। শুধু তাই নয়, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই তাকে দেওয়া হয় কবর। এখানেই শেষ নয়, কিছু দুষ্কৃতী এই সুযোগে দীপু দাস নামের এক হিন্দু ব্যক্তিকে প্রথমে মারধর করে। তারপর গাছে বেঁধে পুড়িয়ে দেয়। আর সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নিন্দা চলছে চারদিকে।

{ads}

Bangladesh News Bangladesh Unrest Bangladesh Crime Bangladesh Update বাংলাদেশ বাংলাদেশ খবর বাংলাদেশ হিংসা

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article