header banner

Afghanistan: ফের ভারতের পড়শি দেশে ভয়াবহ ভূমিকম্প! বিপুল প্রাণহানির আশঙ্কা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবার ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় নেমে আসলো আফগানিস্তানে।আফগানিস্তানের উত্তরাঞ্চলে ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল। সোমবার গভীর রাত আনুমানিক ১ টা নাগাদ ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূকম্পন কাঁপিয়ে দেয় দেশের উত্তরাঞ্চলের বড় শহর আফগানিস্তানের মাজার ই শরিফ ও খুলম শহরকে। এতে অন্তত ৭ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ পৃষ্ঠের প্রায় ২৩ কিলোমিটার গভীরে। রাতের অন্ধকারে মানুষ ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস সতর্ক করে জানিয়েছে,"গুরুতর প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।"

{link}

  সোমবার স্থানীয় সময় ভোর ১টা নাগাদ এই কম্পন অনুভূত হয়। ফলে বালখ প্রদেশ এবং আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তর আফগানিস্তানের প্রধান এবং ঘনবসতিপূর্ণ শহর মাজার-ই-শরিফ ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে বেশ কাছেই ছিল। ইউএসজিএস অনুসারে, এই ভূমিকম্পে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক অনুমান, শত শত মানুষ নিহত বা আহত হতে পারে। অনেক বাড়িঘর এবং ভবন ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতের রাজধানী দিল্লি পর্যন্ত এই ভূমিকম্প অনুভূত হয়েছিল, যা ভোররাত ২টো নাগাদ আঘাত হানে।

{ads}

Afghanistan Earthquake Earthquake International News Bengali News Earthquake Update সংবাদ আফগানিস্তান ভূমিকম্প

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article