header banner

Pakistan: 'আফগানিস্তান চিরকাল ভারতের পাশে থেকেছে', অভিমানী মন্তব্য পাকিস্তানের বিদেশমন্ত্রীর

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মধ্যে পাকিস্তান। আর দুই দিকে আফগানিস্তান ও ভারত। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে কোনো দেশের সঙ্গেই পাকিস্তানের সম্পর্ক ভালো নয়। এই পরিস্থিতিতেই ভারত সফরে এসেছেন আভিগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। আর তাতেই ক্ষুব্ধ পাকিস্তান। এই অবস্থায় একরাশ অভিমান বুকে নিয়ে ‘কুমিরের কান্না’ কাঁদলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ। তাঁর দাবি, আফগানিস্তান সর্বদা ভারতকে সমর্থন করেছে, এবং পাকিস্তানের সঙ্গে শত্রুর মতো আচরণ করেছে। তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

{link}

প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লি সফরে এসেছেন তালিবান মন্ত্রী। ২০২১ সালে তালিবান সরকার গঠনের পর এই প্রথম ভারতে এসেছেন আফগানিস্তানের কোনও মন্ত্রী। কূটনৈতিক দিক থেকে তাঁর সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বিদেশমন্ত্রী জয়শংকরের সঙ্গে বৈঠক করেছেন মুত্তাকি। জয়শংকর জানিয়েছেন, দ্রুতই কাবুলে ফের দূতাবাস খুলবে ভারত। নিঃসন্দেহে এই বার্তা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নয়া মাইলফলক। এহেন পরিস্থিতির মাঝেই শুক্রবার এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আফগানিস্তান প্রসঙ্গে পাক বিদেশমন্ত্রী বলেন, ‘এই ঘটনা নতুন কিছু নয়, ইতিহাস সাক্ষী আছে গতকাল, আজ, আগামিকাল, সর্বদা আফগানিস্তান ভারতের সঙ্গে দাঁড়িয়েছে এবং পাকিস্তানের সঙ্গে শত্রুর মতো আচরণ করেছে। তবে সত্যিটা এটাই যে কয়েক দশক ধরে ইসলামাবাদ আফগান উদ্বাস্তুদের সাহায্য করে এসেছে।’

{ads}

Pakistan News India Afghanistan Relation Afghanistan International Relations Pakistan India Conflict Pakistan Update

Last Updated :

Related Article

Latest Article