শেফিল্ড টাইমস ইন্টারন্যাশনাল ডেস্ক: ফিলিপন্স বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ জায়গা। ফলে এখানে বার বার করে ভূমিকম্প হয়। এই দেশের মানুষেরা ভূমিকম্পের সঙ্গে লড়াই করেও বেঁচে থাকে। এবার রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। শক্তিশালী এই ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলি দ্রুত ফাঁকা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ফিলিপাইন ইন্সটিটিউট অব ভলকানোলজি অ্যান্জ সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসকেন্দ্র ছিল ফিলিপিন্স সাগরে ৫০ কিমি গভীরে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে দাভাওয়ের মানায় শহরে জল ফুলে-ফেঁপে ওঠে। দিশেহারা মানুষ ভয়ে ছোটা-ছুটি শুরু করেছেন।
{link}
সূত্রের খবর, শক্তিশালী এই ভূমিকম্পে প্রায় গোটা দেশই কেঁপে ওঠে। বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আফটারশকও হতে পারে। বিশেষ করে মধ্য ও দক্ষিণ ফিলিপিন্সে ক্ষয়ক্ষতির আশঙ্কা। সুনামির সতর্কতাও জারি করা হয়েছে। ইতিমধ্যেই বাসিন্দাদের উপকূল এলাকা ছেড়ে উচু জায়গায় বা ভিতরের দিকে আশ্রয় নিতে বলা হয়েছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মূলকেন্দ্র থেকে ১৮৬ মাইলের মধ্যে সুনামি হতে পারে। ৩ মিটার উচ্চতা পর্যন্ত ভয়ঙ্কর ঢেউ উঠতে পারে। ইন্দোনেশিয়া ও পালাউ-তেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সকাল ৯টা ৪৩ মিনিট থেকে ১১টা ৪৩ মিনিটের মধ্যে প্রথম সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। কয়েক ঘণ্টা ধরে সুনামির প্রভাব চলবে। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও সুনামি আসে নি।
{ads}