header banner

Ukraine Russia War: 'আমাদের একটাই স্বপ্ন! তাঁর মৃত্যু হোক”, জেলিনস্কির মুখে কার কথা?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কারোরই বুঝতে অসুবিধা হয় নি কার মৃত্যু কামনা করেছেন জেলেনস্কি। হ্যাঁ, তিন বছর ধরে রাশিয়ার ক্রমাগত আক্রমনে সম্পূর্ণ বিদ্ধস্ত ইউক্রেন। বড়দিনে যুদ্ধবিধ্বস্ত দেশবাসীর উদ্দশ্যে নিজের বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘মৃত্যু কামনা’ করেছেন জেলেনস্কি! যদিও, দেশবাসীর উদ্দেশ্যে নিজের ভাষণে পুতিনের নাম করেননি তিনি। সাম্প্রতিক অতীতে দুই দেশের মধ্যে বেড়েছে উত্তেজনা। ইউক্রেনে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। পুতিনের নাম না করে জেলেনস্কি বলেন, “আজ আমাদের সকলের একটাই স্বপ্ন। তাঁর মৃত্যু হোক” তিনি আরও বলেন, “কিন্তু আমরা ভগবানের কাছে আর বড় কিছু প্রার্থনা করি। আমরা ইউক্রেনের জন্য শান্তি চাই। আমরা এটার জন্য যুদ্ধ করি, প্রার্থনা করি এবং আমরা এটা আমাদের প্রাপ্য।”

{link}

জেলেনস্কি জানিয়েছেন, তারা ইউক্রেনের পূর্ব অংশ থেকে সেনা সরিয়ে নিতে রাজি, যদি রাশিয়া আক্রমণ বন্ধ করে। যদিও, রাশিয়া এখনও ইউক্রেনের ভূখণ্ড ফেরানোর বিষয়ে কিছু জানায়নি। এখনও পর্যন্ত, রাশিয়া লুহানস্কের বেশিরভাগ অংশ এবং দোনেৎস্কের ৭০ শতাংশ দখল করেছে। বুধবার দক্ষিণ মস্কোর ইয়েলেৎস্কায়া স্ট্রিটের কাছে দুই পুলিশকর্মী দাঁড়িয়ে ছিলেন। সেই সময় তাঁদের সামনে দিয়ে এক যুবক হেঁটে যান। তাঁকে দেখে কোনও কারণে সন্দেহ হয় দুই পুলিশ আধিকারিকের। পাশাপাশি, বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এক সাধারণ নাগরিকও। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।

{ads}

Ukraine Russia Ukraine Russia Conflict Ukraine Russia News Bengali News Putin সংবাদ রাশিয়া ইউক্রেন সম্পর্ক ভ্লাদিমির পুতিন

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article