header banner

Lionel Messi: যুবভারতী কাণ্ডে আন্তর্জাতিক স্তরে মাথা হেঁট বাংলার! নিন্দায় সরব আর্জেন্টিনার সংবাদমাধ্যম

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিশ্বের কাছে বাংলার মাথা কাটা গেছে। বিশ্বময় নিন্দার ঝড় উঠেছে। রবিবারই এই নিয়ে আমেরিকা, ইংল্যান্ডের পত্রিকায় সমালোচনা করা হয়েছে। এবার আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও যুবভারতী কাণ্ড প্রকাশিত হয়েছে। অর্থাৎ, মেসি-মারাদোনা দেশেও মুখ পুড়ল কল্লোলিনী তিলোত্তমার। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের কেলেঙ্কারি জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ ও ‘লা নাসিয়ন’-এ। ক্লারিন তাদের শিরোনামে লিখেছে, ‘ভারতে মেসিকে ঘিরে বিশৃঙ্খলা।’ তারা প্রতিবেদনে লিখেছে, ‘আয়োজকদের বিরুদ্ধে দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ উঠেছে।’ উল্লেখ্য, মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’-শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়। কিন্তু সফরের প্রথম দিনই দর্শক ক্ষোভের কারণে অনুষ্ঠান শেষ করা যায়নি। 

{link}

  আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি মাত্র ২২ মিনিট থাকার পরই বিরক্তিতে যুবভারতী থেকে চলে যান। তাঁকে দেখতে না পাওয়ার হতাশায় ক্ষোভে ফেটে পড়েন ফুটবলপ্রেমী জনগণ। আর্জেন্টিনার সংবাদপত্রে ভারতীয় ফুটবল ফেডারেশনের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। ক্লারিনে লেখা হয়েছে, ‘চেয়ার এবং জলের বোতল ছোড়ার জন্য আর্জেন্টিনার তারকার অনুষ্ঠান মাত্র ২২ মিনিটেই শেষ করতে হয়। এর ফলেই তৈরি সংকট। তারা লিখেছে, ‘সল্টলেক স্টেডিয়ামে মেসি প্রবেশ করতেই বিপত্তি শুরু হয়। তৈরি হয় বিতর্ক। হাজার হাজার ফুটবলপ্রেমী উচ্চমূল্যে টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিলেন। কিন্তু কর্মকর্তাদের প্রাচীর দর্শকদের ‘মেসি দর্শন’-এ বাধা সৃষ্টি করে। মেসির সঙ্গে নেতা-কর্তাদের ছবি তোলার জন্য গোটা অনুষ্ঠানটি বিঘ্নিত হয়েছে।’

{ads}

Argentina Bengali News Messi India Tour GOAT India Tour Lionel Messi News Messi Tour Kolkata News Kolkata সংবাদ শতদ্রু দত্ত সংবাদমাধ্যম মেসি

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article