header banner

Arunachal Pradesh: কড়া জবাব! 'অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ', চিনকে জানিয়ে দিল ভারত

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: যেহেতু ওই মহিলার ভারতীয় পাসপোর্টে তাঁর জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশের কথা উল্লেখ করা ছিল, সে কারণেই তাঁর ভারতীয় পাসপোর্টকে চিনা অভিবাসন দফতরের অফিসাররা ভুয়ো বলে দাবি করেন বলে অভিযোগ৷ পরে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্রও জানান, অরুণাচল প্রদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে চিন মানেই না৷ ওই ভারতীয় মহিলার সঙ্গে যা হয়েছে তা আইন মেনেই করা হয়েছে বলে দাবি করে বেজিং। একই সঙ্গে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে দৃঢ় ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চিন তা অস্বীকার করলেও ধ্রুব সত্যিটা বদলে যাবে না৷

{link}

  একই সঙ্গে নয়াদিল্লি অভিযোগ করেছে, চিনের বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে তা আন্তর্জাতিক উড়ান বিধির পরিপন্থী৷ এমন কি, শাংহাই বিমানবন্দরের ঘটনায় নিজেদের তৈরি করা বিধিও মানেনি চিনা কর্তৃপক্ষ৷ চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্রের বিবৃতির পাল্টা জবাব দিয়ে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ এটি প্রমাণিত সত্য৷ চিন যতই অস্বীকার করুক না এই তর্কাতীত সত্যটা বদলানো যাবে না৷’

{ads}

Arunachal Pradesh News India China India China Relation India China Conflict Arunachal Pradesh Conflict সংবাদ অরুণাচল প্রদেশ চীন ভারত

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article