শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ পুলিশ এবার স্পষ্ট করেই জানিয়ে দিলো যে ওসমান হাদির দুই খুনি মেঘালয়ে প্রবেশ করেছে। রবিবার ঢাকা পুলিশের তরফে জানানো হয়, ময়মনসিংহ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে হাদি খুনের দুই অভিযুক্ত ফয়জল করিম মাসুদ এবং আলমগির শেখ। ঢাকা পুলিশের কথায়, হত্যাকারীদের দুই সহযোগীও ভারতে গা ঢাকা দিয়েছিল। কিন্তু ভারতীয় প্রশাসনের তরফে আটক করা হয়েছে ওই দু’জনকে, এমনটাই সূত্র মারফত খবর এসেছে ঢাকা পুলিশের কাছে। যদিও এই নিয়ে সরকারি কোনও ঘোষণা হয়নি। রবিবার ঢাকা পুলিশের তিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, “বেশ কয়েকদিন ধরেই হাদিকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। গুলি চালানোর পরে কয়েকবার গাড়ি বদল করে, স্থানীয়দের সহযোগিতায় ফয়জল এবং আলমগির পৌঁছয় ময়মনসিংহ সীমান্তে। সেখান থেকে হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে তারা ভারতে ঢোকে। সেখানে পূর্তি নামে এক ব্যক্তির সাহায্যে সীমান্ত এলাকা পার করে দু’জন। তারপর সামি নামে এক ট্যাক্সিচালকের গাড়িতে চেপে মেঘালয়ের তুরাতে পৌঁছয় ফয়জল এবং আলমগির।
{link}
নজরুল আরও জানান, পূর্তি এবং সামিকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। এই দু’জনের ভারতীয় নাগরিকত্ব রয়েছে বলেও দাবি ঢাকা পুলিশের। কিন্তু এই নিয়ে সরকারিভাবে ভারতের তরফে ঢাকাকে কিছু জানানো হয়নি বলেই মত নজরুলের। তিনি জানান, গ্রেপ্তার হওয়া দু’জনকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য কূটনৈতিক মাধ্যমে নয়াদিল্লি এবং ঢাকার আলোচনা চলছে। হাদি হত্যা মামলার তদন্ত আগামী ১০ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে বলেই আশাবাদী ঢাকা পুলিশ।
{ads}