header banner

Bangladesh Unrest: জ্বলছে বিক্ষোভের আগুন! ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা কড়া করল ইউনুস সরকার

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ প্রশাসনের কাছে খবর আছে যে কোনো মুহূর্তে বেশ কয়েকটা হিন্দু মন্দিরের উপর আক্রমন হতে পারে। আর সেই কারণেই ঢাকেশ্বরী মন্দির সহ একাধিক মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাংলাদেশে ছাত্রনেতা ওসমান হাদির হত্যার পর, ঢাকা সহ বেশ কয়েকটি শহরে হিংসা ছড়িয়ে পড়ে। হাদিকে সমাহিত করা হয়েছে, কিন্তু উত্তেজনা এখনও রয়ে গেছে। ঢাকার বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে, যা ইঙ্গিত দেয় যে হাদির মৃত্যুর পরেও রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা অব্যাহত রয়েছে। হিন্দু যুবক দীপু দাসের হত্যাকাণ্ডও বাংলাদেশে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। আর এই আবহেই ঢাকার ঢাকেশ্বরী মন্দিরকে কড়া নিরাপত্তা জালে মুড়ে ফেলা হয়েছে। হিন্দু ধর্মে শক্তিপীঠ মন্দিরগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ৫১টি শক্তিপীঠের মধ্যে, অনেক শক্তিপীঠ মন্দির কেবল ভারতেই নয়, বিদেশেও অবস্থিত। এর মধ্যে একটি হল বাংলাদেশের ঢাকায় অবস্থিত  এই ঢাকেশ্বরী দেবী মন্দির। এটি বাংলাদেশের জাতীয় মন্দির। ঢাকেশ্বরী মানে ঢাকার দেবী। বিশ্বাস করা হয় যে বাংলাদেশের ঢাকা শহরের নামকরণ করা হয়েছে ঢাকেশ্বরী দেবীর নামে। এদিকে নির্বাচন এগিয়ে আসতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। 

{link}

  প্রসঙ্গত, বাংলাদেশে চলমান অরাজক পরিস্থিতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সবচেয়ে বড় হুমকিতে রয়েছে সংখ্যালঘু প্রতিষ্ঠান এবং তাদের ধর্মীয় স্থানগুলি। যার মধ্যে রয়েছে ঢাকার ঢাকেশ্বরী মন্দির।  গত বছর জুলাই মাস থেকে চরমপন্থীদের হুমকির মুখে রয়েছে এই মন্দির। অপ্রীতিকর ঘটনা এবং মৌলবাদী দুর্বৃত্তদের রোধে মন্দিরটি সশস্ত্র পুলিশ দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। তবে যদি ওরা হামলা চালায়, সেক্ষেত্রে কিছুই করার থাকবে না ঢাকা পুলিশের। কারণ বাংলাদেশ প্রশাসন এখন সম্পূর্ণ  পাকিস্তানের নিয়ন্ত্রনে।

{ads}

Bangladesh Update Bangladesh News Bangladesh Protest Dhakeshwari Temple Hindu Temple Bangladesh সংবাদ বাংলাদেশ খবর বাংলাদেশ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article