header banner

Bangladesh: শেখ হাসিনার মৃত্যুদন্ডের পর এবার ভোটার তালিকা প্রকাশ করল বাংলাদেশ! নির্বাচন কবে?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনার মৃত্যুদন্ডের প্রায় সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ করে দিলো। যেই মুহূর্তে বাংলাদেশে বেশ জটিল পরিস্থিতি সেই সময় ভোটার তালিকা প্রকাশ বেশ তাৎপর্যপূর্ণ। সোমবারই শেখ হাসিনার ফাঁসির সাজা শুনিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। তা নিয়ে উত্তপ্ত বাংলাদেশ। তার রেশ কাটতে না কাটতেই পরবর্তী নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করল সেই দেশের নির্বাচন কমিশন। বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে, এবছর মোট ভোটার সংখ্যা হচ্ছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। নির্বাচনী আধিকারিক আখতার আহমেদ জানান, চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে যাঁদের বযস ১৮ পূর্ণ হয়েছে তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, 'চূড়ান্ত গণনা অনুসারে মোট ভোটারের সংখ্যা ১২৭,৬৯৫,১৮৩ জন। এর মধ্যে ৬৪,৮১৪,৯০৭ জন পুরুষ ও ৬২,৮৭৯,০৪২ জন মহিলা।  ১,২৩৪ জন রূপান্তরকামী। নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করে বিশ্বের কাছে প্রমাণ করতে চাইছে যে দেশের অবস্থা স্বাভাবিক।

{link}

এর আগে বিএনপি ভোটার তালিকা নিয়ে প্রচুর অভিযোগ করেছিল। এবার দেখতে হবে, তারা এই তালিকা নিয়ে কি প্রতিক্রিয়া দেয়। চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে এবছর পুরুষ ভোটার বেড়েছে ২.২৯ শতাংশ, মহিলা ৪.১৬ শতাংশ। গত ৩ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেখানে পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, মহিলা ভোটার ছিলেন ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোটে দেরি করতে চাইছে না মহম্মদ ইউনূসের সরকার। এমনিতেই হাসিনাকে সাজা শোনানোর পর রাস্তায় নেমেছিলেন আওয়ামি লিগ কর্মী-সমর্থকরা। তা নিয়ে চিন্তায় প্রশাসন। তার উপর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হচ্ছে না আওয়ামি লিগকে। তাই তড়িঘড়ি ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চাইছে সরকার।  

{ads}

Bangladesh News Bangladesh Election Bangladesh Voter List Bengali News Sheikh Hasina MD Yunus সংবাদ বাংলাদেশ বাংলাদেশ ভোটার তালিকা বাংলাদেশ নির্বাচন

Last Updated :

Related Article

Latest Article