header banner

Bangladesh: বাংলাদেশ ক্রমেই ভারতের কাছে থ্রেট হয়ে উঠছে! মন্তব্য হাসিনা পুত্র সজীবের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: হাসিনা পর্ব শেষ হতেই বাংলাদেশ ক্রমেই চলে যাচ্ছে পাকিস্তানপন্থীদের হাতে। আর শেখ হাসিনা তাতে উৎসাহ দিয়ে চলেছে। এই তথ্য বহুদিন আগেই ভারতের কাছে আছে। এবার তা স্বীকার করে নিলেন হাসিনা পুত্র।তিনি স্পষ্ট জানালেন, বাংলাদেশের মহম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে কট্টরপন্থী মুসলিমদের শাসন আনার চেষ্টা করছে, যা ভারতের জন্য বিপজ্জনক। ইন্ডিয়ান এক্সপ্রেস'-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে সজীব বাংলাদেশের আগামী নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশে কট্টরপন্থী মুসলিমদের উত্থান, রাজনৈতিক নির্বাসন ও মুজিবুর রহমানের পরিবারের ঐতিহ্য, সব নিয়েই বিস্তারিত মত জানালেন। ভারতের জন্য হাসিনা পুত্রের পরামর্শ, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে আন্তর্জাতিক কমিউনিটিগুলিতে ভারতের আরও অ্যাক্টিভ ভূমিকা নেওয়া প্রয়োজন। তাঁর কথায়, 'বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লিগ ও তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টিকে বাদ দিয়ে যে নির্বাচন হতে চলেছে বাংলাদেশে, তা আদতে বাংলাদেশের অর্ধেক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সামিল। এটি আসলে একটি অবৈধ নির্বাচন।'

{link}

  প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে বারবার ভারতকে আবেদন করছে বাংলাদেশ। সেই প্রসঙ্গে সজীবের মন্তব্য, 'বাংলাদেশে ন্যূনতম বিচারপ্রক্রিয়াও মানা হয়নি। আমার মা নিজের আইনজীবী পর্যন্ত পাঠানোর অনুমতি পাননি। তাই আমার মনে হয় না, এই বিষয়ে ভারতের কিছু করার আছে।' পাকিস্তানের সঙ্গে ঢাকার বন্ধুত্ব যে ভাবে বাড়ছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন তিনি। বলছেন, ''পাকিস্তান-বাংলাদেশে এই যে ঘনিষ্ঠতা, এটা কিন্তু ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের। আমাদের আওয়ামী লিগ সরকার বরাবর ভারতের পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষিত রেখেছিল। কোনও জঙ্গিকে ব্যবহার করতে দেওয়া হয়নি। ভারতে যাতে পাকিস্তানি জঙ্গিরা কোনও রকম হিংসাত্মক কার্যকলাপ না চালাতে পারে, তার জন্য বাংলাদেশের আওয়ামী লিগ সরকার তত্‍পর থেকেছে এবং নিজেদের জমি ব্যবহার করতে দেওয়া হয়নি।"

{ads}

India Bangladesh Relation India Bangladesh India News Bangladesh Sheikh Hasina Md Yunus Bengali News সংবাদ হাসিনা বাংলাদেশ নির্বাচন

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article