header banner

Bangladesh Protest: ফের বিক্ষোভে অগ্নিগর্ভ বাংলাদেশ! নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ ইউনিসের পুলিশ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ আবার জ্বলছে বিদ্রোহের আগুনে। স্পষ্টত এর পিছনে আছে পাকিস্তানের মদত। তাই মুজিবর রহমানের সমস্ত অস্তিত্ব মুছে ফেলতে তারা তৎপর। চরমপন্থী তথা ভারত বিরোধী নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে হাজার হাজার মানুষ নেমেছে শাহবাগের রাস্তায়। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান দিতে দিতে প্রতিবাদীদের বিক্ষোভ। কেন রাষ্ট্র হাদিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হল, প্রশ্ন তুলছে তারা। বিক্ষোভ এতটাই চরমে ওঠে, 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' নামে বাংলাদেশের সবচেয়ে বড় দু'টি সংবাদমাধ্যমের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি রাজশাহীতে শেখ মুজিবুর রহমানের বাসভবন এবং আওয়ামী লিগের একটি অফিসেও অগ্নিসংযোগ করা হয়। খবরে প্রকাশ আবার হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে।

{link}

  স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' সংবাদমাধ্যমের অফিসে আগুন লাগানোর জেরে বহু মানুষ আটকে পড়েন। অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী, সেনা এবং আধাসেনা মোতায়েন করা হয়। উদ্ধার করা হয় সংবাদকর্মীদের। যদিও বিক্ষোভকারীদের হটাতে কোনও ভূমিকা পালন করেনি ফোর্স। দমকলকর্মীদের জন্য জায়গা করে দিতে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ ভাবে সরে যাওয়ার আর্জি জানানো হয় কেবলমাত্র। কিন্তু পুলিশ কোনো কড়া পদক্ষেপ নেয় নি। এই অবস্থা চলতে থাকলে ভারতক আরো সচেতন হতে হবে। কারণ মনে রাখতে হবে এর পিছনে পাকিস্তান ও চিনের উস্কানি আছে।

{ads}

Bangladesh News Update Bangladesh Update Prothom Alo Daily Star Bangladesh News Today সংবাদ বাংলাদেশ ইউনুস হাদি

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article