header banner

Bangladesh Cricket: ভারতের বিরুদ্ধে সমস্ত ক্ষোভ উধাও! বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আর নিজেদের ক্ষোভ ধরে রাখতে পারলো না বাংলাদেশ। ভারতে তারা টি ২০ বিশ্বকাপ খেলবা না, এই মর্মে আইসিসিকে চিঠি দিয়েছিলো বিসিবি। কিন্তু এতে কড়া প্রতিক্রিয়া জানায় আইসিসি। এই নিয়ে আইসিসি থেকেও জবাব দিয়েছে। আর সেই চাপে ‘মাথা নত’ বিসিবি’র। যেভাবে সুর চড়াতে শুরু করেছিল, সেখান থেকে সরে এসে তাদের বক্তব্য, ‘গঠনমূলক আলোচনা চাই।’ ই মেলে বিসিবি জানায় যে, ভারতের বদলে তাদের ম‌্যাচ শ্রীলঙ্কায় দেওয়া হোক। কেন্দ্র পরিবর্তন করা হোক। কিন্তু বাংলাদেশ বোর্ডের দাবিতে সম্মতি না-ও দিতে পারে আইসিসি। জয় শাহর আইসিসি’র সঙ্গে যে কথা হয়েছে, তা জানিয়েছে বিসিবি। এর মধ্যে জানা যায়, মুস্তাফিজুরদের ভারতে খেলার জন্য কার্যত চরম বার্তা দিয়েছে আইসিসি। নাহলে পয়েন্ট কাটা যাবে। বাংলাদেশ বোর্ড কিন্তু সেটা স্বীকার করছে না।

{link}

  এক্ষেত্রে আইসিসি’র সঙ্গে পেশাদারিভাবে ও গঠনমূলক আলোচনার মাধ্যমে যোগাযোগ রাখতে চায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিতে অঙ্গীকারবদ্ধ। তবে বিসিবি দেখেছে, অনেক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, আইসিসি থেকে ভারতে খেলার জন্য চরম বার্তা দেওয়া হয়েছে। সেটা সম্পূর্ণ ভুল।’ তাহলে হঠাৎ কেন অবস্থান থেকে সরে এল তারা। শুরুটা করেছিল, ভারতে খেলব না এই দাবিতে। এখন বাস্তবসম্মত সমাধান ও তাদের বিশ্বকাপে অংশগ্রহণ প্রক্রিয়া যেন মসৃণভাবে হয়, সেটাই চাইছে। ফলে অনেকের মতে, আইসিসি কড়া অবস্থান নিয়েছে বলেই ‘মাথা নত’ করতে বাধ্য হচ্ছে বিসিবি।

{ads}

Bangladesh Update ICC India vs Bangladesh Cricket News Sports Bengali News India Indian Cricket Team সংবাদ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article