header banner

Nepal News: ফের বিক্ষোভে জ্বলছে পড়শি দেশ! সিল করা হলো বিহার-নেপাল সীমান্ত

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: জেন-জি আন্দোলনের পর এবার গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল নেপাল। ভারতের সীমান্তবর্তী পারসা এবং ধানুসা ধাম জেলায় উত্তেজনা ছড়িয়েছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত করা’ একটি ভিডিও নিয়ে উত্তজনা ছড়ায় পারসাতে। প্রতিবাদে পথে নামেন বহু মানুষ। সেই বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করে। স্থানীয় একটি মসজিদে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। উদ্ভুত পরিস্থিতিতে বিহারের ভারত-নেপাল সীমান্ত পুরোপুরি সিল করে দিয়েছে ভারত। বিহারের রক্সৌল সংলগ্ন ভারত-নেপাল সীমান্ত সিল করে দিয়েছে ভারতীয় সশস্ত্র সীমা বল (এসএসবি)। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই ধনুসা ও পারসা জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

{link}

স্থানীয় জনতা ওই দুই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেও শান্ত হয়নি পরিস্থিতি। সাকুয়া মারান এলাকায় একটি মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলে উত্তেজনা চরমে পৌঁছায়। বিক্ষোভ সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। বিক্ষোভকারীরা বীরগঞ্জ এলাকায় পুলিশকে লক্ষ করে পাথর ছোড়ে। একটি থানায় ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল বা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বর্তমানে পারসা জেলা প্রশাসন বীরগঞ্জ শহরে কারফিউ কার্যকর করেছে। এই অবস্থায় নেপাল-ভারত সীমান্ত নিয়ন্ত্রণ করছে এসএসবি। জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

{ads}

Nepal Rebellion Bengali News Bihar Nepal Border Indian Army Bengali News News Today সংবাদ নেপাল নেপাল বিদ্রোহ বিহার নেপাল সীমান্ত

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article