শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কোনো ভারতীয় মহিলার পক্ষে হয়তো এটা সম্ভব না। কিন্তু স্বচ্ছন্দে করে দেখালেন একজন ইউরোপিয়ান মহিলা। বয়স ৮৩ বছর। চোখ মুখে বয়সের ছাপ পষ্ট! তবে মনের বয়স? তা হার মানাবে যে কোনও তরুণীকেও। ১১৭ মিটার বাঞ্জি জাম্পিং দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। ব্রিটিশ বৃদ্ধার কীর্তি ভাইরাল সোশাল মিডিয়ায়। ওলেনা বাইকো। ইল্যান্ডের বাসিন্দা। ঘুরতে এসেছিলেন ঋষিকেশে। পৌঁছে যান সেখানকার জনপ্রিয় বাঞ্জি জাম্পিংয়ের স্পটে। অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু প্রথমে ওখানে কর্মীরাও হকচকিয়ে যান। এই বয়সে কী তাঁকে অনুমতি উচিত হবে। সবাইকে আশ্বস্ত করেন তিনি। বাঞ্জি জাম্পিংয়ে অংশ নেন। শুধু তাই প্রতিটি মুহূর্ত উদযাপন করতে দেখা যায় তাঁকে।
{link}
সেই ভাইরাল ভিডিওটে দেখা গিয়েছে, ঝাঁপ দেওয়ার আগে থেকেই খুশিতে লাফাছেন তিনি। ক্যামেরার দিকে তাকাতে বলা হলেও সেই দিকে বিশেষ কোনও ইচ্ছা দেখা যায়নি তার। ঝাঁপ দেওয়ার পর যেন তিনি ফিনিক্স পাখি। প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন তিনি। নতুন উড়তে শেখা পাখির মতো শরীর হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন তিনি। চোখে মুখেও ফুটে উঠেছে প্রসন্নতা। এই ভিডিও দেখার পর নেট নাগরিকরা বৃদ্ধার প্রশংসায় পঞ্চমুখ। একজন লিখেছেন, ‘'ঝাঁপ দেওয়ার পর বৃদ্ধা নিজের জগতেই ছিলেন। জীবনের প্রতিটা মুহূর্ত তিনি উপভোগ করেছেন। আমাদেরও তাই করা উচিত।”
{ads}