header banner

China Nepal Relation: ব্যবসায়িক সমন্বয়ের হাতছানি! হিমালয়ের কোলে নেপাল-চিন সম্পর্কে নতুন সমীকরণ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রতিরক্ষা কিংবা সাম্রাজ্যবাদী হিসাবে নয়, ব্যবসায়িক সমন্বয়ের মাধ্যমে নেপালকে হাতছানি দিচ্ছে জিনপিংয়ের দেশ? শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করেছে নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক। বলে রাখা প্রয়োজন, এটি নেপাল সরকার অধীনস্থ বা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। তাঁরা সেই বিবৃতিতে জানিয়েছে, চিনের এক সংস্থাকে ভারতীয় মুদ্রায় ১৫০ কোটি টাকার বরাত দিয়েছে তাঁরা। কিন্তু এত টাকা খরচ কী করবে সংশ্লিষ্ট ব্যাঙ্কটি?নেপাল রাষ্ট্র ব্যাঙ্কের আধিকারিকরা জানিয়েছেন, ১ হাজার এনপিআর (নেপালের মুদ্রা) নোট ছাপাতেই চিনা সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। এই ১৫০ কোটি টাকার পরিবর্তে নেপালের জন্য ১ হাজার নেপালীয় মুদ্রার মোট ৪৩ কোটি নোট ছাপাবে চিনা ব্যাঙ্কনোট প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন।

{link}

  জানা গিয়েছে, নোট ছাপানোর পাশাপাশি নেপালের জন্য ১ হাজার এনপিআর নোটের নতুন ডিজাইন তৈরি করবে ওই সংস্থা। যার দরুন নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক পক্ষান্তরে অন্তর্বর্তী সরকারের খরচ পড়বে ১৬ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ১৫০ কোটি টাকা। তবে এটা প্রথম নয়। বরাবরই নোট ছাপানোর কাজে এই চিনা সংস্থার উপর নির্ভরশীল নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক। সর্বপ্রথম ২০১৬ সালে সংশ্লিষ্ট সংস্থাকে নোট ছাপানোর কাজের বরাত দিয়েছে নেপাল রাষ্ট্র ব্য়াঙ্ক। গত কয়েক বছরে ৫, ১০, ১০০ এনপিআর নোট ছাপানোর কাজ এই সংস্থাকেই দিয়েছিল তাঁরা। এবারের দায়িত্ব আরও বড়। নতুন নোট তৈরির সঙ্গে সেটিকে ছাপানো।

{ads}

Nepal China China Nepal Relation News Business Nepal Notes India Nepal Relation Note Printing ব্যবসা নেপাল ও চিন

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article