header banner

Bangladesh: একের পর এক আক্রমণ! তালিবানি শাসনে বিপন্ন হওয়ার পথে সংস্কৃতি

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে শুরু হয়েছে অনেকটা তালিবানি শাসন। ভাঙা হয়েছে রবীন্দ্র নজরুল স্মৃতি ধন্য শিল্প প্রতিষ্ঠান। এবার কনসার্ট শিল্পীকে অনুষ্ঠান করতেই দিলো না একদল দূরবৃত্ত। বদলে যাওয়া বাংলাদেশে এবার রক কনসার্টে হামলা। যার জেরে পণ্ড রক তারকা জেমস ও তাঁর ব্যান্ডের অনুষ্ঠান। ফরিদপুর জেলা বিদ্যালয়ের ১৮৫ তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছিল অনুষ্ঠানটি। হামলায় বেশ ছাত্র-আয়োজক মিলিয়ে ২৫-৩০ জন আহত হয়েছে। আয়োজকদের দাবি, হামলাকারীরা ‘বহিরাগত’। ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বর্ষ উদ্‌যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানটি কেবলমাত্র বর্তমান পড়ুয়া ও প্রাক্তনীদের জন্য ছিল। কিন্তু কয়েক হাজার বহিরাগত দর্শক সেখানে হাজির হয়ে যায়। কিন্তু তাদের ঢুকতে না দেওয়ায় অসন্তোষ বাড়তে থাকে। যদিও বাইরে দুটি প্রজেক্টর লাগিয়ে দেওয়া হয়েছিল তবুও গোলমাল শুরু হয়ে যায়। এরপরই দেওয়াল বেয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে অনেকে। কিন্তু বাধা পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ইট-পাথর ছোড়া শুরু হয়। আহত হন ২৫ থেকে ৩০ জন!

{link}

  তৈরী হয় এক অব্যবস্থা। হুড়োহুড়িতে আহত হয় অনেকেই। তবে শিল্পীর কোনও শারীরিক ক্ষতি হয়নি। তিনি ও তাঁর দলের সদস্যরা দ্রুত অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান। তবে আয়োজকরা যাই বলুন, ভিডিও আপলোড করে এক বাংলাদেশি যুবকের দাবি, যারা হামলা চালিয়েছিল তারা চায় না বাংলাদেশে কোনও সঙ্গীতানুষ্ঠান হোক। হামলাকারীরা আদপে জামাত সমর্থক বলে দাবি করেছেন অনেকেই। আসল কথা বাংলাদেশকে তালিবানপন্থী শাসন প্রবর্তন করতে চাইছে অনেকেই।

{ads}

Bangladesh Culture Bangladesh News Rock Concert James Band Music বাংলাদেশ আপডেট জেমস কনসার্ট

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article