header banner

Pakistan Blast: মঙ্গলবার ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ! ভারতের দিকে আঙুল তুলল পাকিস্তান

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভারত চিরন্তন শান্তির দেশ। ভারত বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণের দেশ। এখন থেকে কোনো জঙ্গি কার্যকলাপ হতেই পারে না। কিন্তু স্বভাব অনুযায়ী পাকিস্তান দায় ঢেলেছে ভারতের দিকে। পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম শাহবাজকে উদ্ধৃত করে জানিয়েছে, দেশকে অশান্ত করতে ভারতের মদদপুষ্ট জঙ্গিরা ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। যদিও এখনও পর্যন্ত এবিষয়ে ভারতের কোনও প্রতিক্রিয়া মেলেনি। দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদীদের ঘাঁটি হল পাকিস্তান। দীর্ঘদিন ধরেই তারা জঙ্গিদের পোষণ করে আসছে। কিন্তু যখন তাঁরা দানবে পরিণত হয়, তখনই পাকিস্তান ভারতকে দোষারোপ করতে শুরু করে। এবারও তার ব্যতিক্রম হল না।

{link}

  শাহবাজের অভিযোগ, পাকিস্তানকে দীর্ঘদিন ধরেই রক্তাক্ত করে আসছে তেহরিক-ই তালিবান। এক ধাপ এগিয়ে তিনি এই বিদ্রোহী গোষ্ঠীটিকে ‘ভারতের হাতের পুতুল’ বলেও অভিহিত করেছেন। পাক প্রধানমন্ত্রী বলেন, “মদদপুষ্ট জঙ্গিরাই ইসলামাবাদে হামলা চালিয়েছে। আফগান ভূখণ্ড থেকে পরিচালিত একই নেটওয়ার্ক ওয়ানায় নিরীহ শিশুদের উপরও হামলার জন্য দায়ী।” উল্লেখ্য, মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালত চত্বরের পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। তারপরই ছড়িয়ে পড়ে আগুন। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও। জানা যাচ্ছে, ঘটনার সময় সেখানে বহু মানুষের ভিড় ছিল। তাঁদের মধ্যে ছিলেন বহু আইনজীবীও। বিস্ফোরণের পরই সেখানে হুলস্থূল পড়ে যায়। কিন্তু কী কারণে বিস্ফোরণটি হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের।

{ads}

Pakistan Blast News Islamabad Blast Islamabad India Vs Pakistan India Pakistan Bengali News ভারত পাকিস্তান ইসলামাবাদ বিস্ফোরণ

Last Updated :

Related Article

Latest Article