header banner

Donald Trump: রাশিয়া-ভারত সম্পর্কে নতুন রসায়ন! ট্রাম্পকে তীব্র ব্যঙ্গ পেন্টাগনের প্রাক্তন আধিকারিকের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল: তাঁর খুব শখ ছিল শান্তির নোবেল দেওয়া হোক তাঁকে। কিন্তু শেষপর্যন্ত সেই পুরস্কার জোটেনি। এবার পেন্টাগনের প্রাক্তন আধিকারিকের ফের দাবি, অবশ্যই নোবেল দেওয়া উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু তা একের পর এক যুদ্ধ থামানোর জন্য নয়। বরং ভারত ও রাশিয়াকে কাছাকাছি নিয়ে আসার জন্য। বলাই বাহুল্য, এটা ব্যাঙ্গ। আমেরিকার ভারত-নীতিরই আসলে সমালোচনা করেছেন তিনি। সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলছিলেন মাইকেল রুবিন। তাঁর কথায়, ”আমি বলতে চাই, যেভাবে রাশিয়া ও ভারতকে ডোনাল্ড ট্রাম্প কাছাকাছি এনেছেন, সেই কারণেই ওঁকে নোবেল দেওয়া যেতে পারে।”

{link}

 তাঁর মতে আমেরিকাজুড়ে ট্রাম্পপন্থী ও ট্রাম্পবিরোধীরা সম্পূর্ণ ভিন্নমত পোষণ করেন ভারত-রাশিয়া নৈকট্যের বিষয়ে। রুবিন বলছেন, ”যদি আপনি ডোনাল্ড ট্রাম্প হন, তাহলে এটা ‘আমি তো তাই-ই বলেছিলাম’ এই দৃষ্টিকোণ থেকে দেখবেন। কিন্তু আপনি যদি বাকি ৬৫ শতাংশ মার্কিন নাগরিকের মধ্যে পড়েন, যাঁরা ট্রাম্পকে পছন্দ করেন না, তাহলে আমরা বলতেই পারি যা ঘটেছে তা ডোনাল্ড ট্রাম্পের চরম অযোগ্যতার কারণেই ঘটেছে।” তাঁর মতে, মার্কিন-ভারত সম্পর্কটাই আগের চেয়ে বিপরীত হয়ে গিয়েছে। পাকিস্তান, তুরস্ক এবং কাতারের তোষামোদ বা তথাকথিত ঘুষের প্রচেষ্টার দ্বারা প্রভাবিত হয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

{ads}

Donald Trump News Bengali News NIA Trump News Pegatron USA-India Relation America News Bengali News সংবাদ ট্রাম্প পুতিন রাশিয়া

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article