header banner

Donald Trump: আগামী বছর ভারত সফরে আসছেন মার্কিন রাষ্ট্রপতি! বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার ইঙ্গিত

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মহলে ট্রাম্প ও মোদীর বন্ধুত্বের খবর প্রচারিত হলেও মাঝে মাঝেই তার মধ্যে ফাটল ধরে। এবার আবার তৈরী হতে চলেছে নতুন রসায়ন। বৃহস্পতিবার তেমনটাই ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, রুশ তেল কেনা অনেকখানি কমিয়ে দিয়েছে ভারত। ‘বন্ধু’ নরেন্দ্র মোদির সঙ্গে নিয়মিত কথা হয় বলেও জানিয়েছেন ট্রাম্প। তাই আগামী বছর ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “মোদি তো রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই বন্ধ করে দিয়েছে। ও আমার বন্ধু, মাঝে মাঝেই কথা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসাধারণ মানুষ। উনি চান আমি যেন ভারতে যাই। আমরা কথা বলে সব ঠিক করব।” তখনই এক সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে কি আগামী বছর ভারত সফরে দেখা যাবে ট্রাম্পকে? মার্কিন প্রেসিডেন্টের জবাব, “হ্যাঁ, হতেই পারে।”

{link}

  উল্লেখ্য, দিনদশেক আগেই ট্রাম্প বলেছিলেন, “ভারতের সঙ্গে আমি বাণিজ্যচুক্তি স্বাক্ষর করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। আমাদের দু’জনের সম্পর্ক দারুণ। মোদির নেতৃত্বে ভারত ক্রমশ এগিয়ে যাচ্ছে।” হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটও বলেন, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই আশাবাদী। পাশাপাশি, বাণিজ্যচুক্তি নিয়ে যে আগ্রহী ভারতও সেকথাও পরিষ্কার করে দেয় নয়াদিল্লি। তবে দীর্ঘদিন আলোচনা হলেও চুক্তি এখনও স্বাক্ষরিত হয়নি।

{ads}

Donald Trump News Donald Trump India Tour Narendra Modi USA India Relation India USA সংবাদ মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প খবর

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article