header banner

Bangladesh Election: অবশেষে অপেক্ষার অবসান! বাংলাদেশে ঘোষণা হল জাতীয় সংসদ নির্বাচনের দিন

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরছে বলেই আসা করা যায়। আর অস্থায়ী সরকার নয়, নির্বাচিত সরকার। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই হবে গণভোট।বৃহস্পতিবার তার দিনক্ষণ ঘোষণা করে দিলেন সে দেশের প্রধান নির্বাচন কমিশনার এম এ এ নাসিরউদ্দিন। আগামী ১২ ফেব্রুয়ারি একসঙ্গে হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।  ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। তবে ফলপ্রকাশের দিন এখনও জানানো হয়নি। প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থী প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। 

{link}
  জানা যায়, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে। বাংলাদেশে ত্রয়োদশ নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লক্ষের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এখন পর্যন্ত ৩ লক্ষের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন বলে জানা গেছে।

{ads}

Bangladesh News Election Election News Bengali News Bangladesh Election Update Bangladesh Government সংবাদ বাংলাদেশ বাংলাদেশ নির্বাচন খবর নির্বাচন

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article