শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইউরোপিয় ইউনিয়ন যে ইউক্রেনের পক্ষে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু শত আম্পত্তির পরেও রাশিয়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে। এবার নতুন পথ বেছে নিলো EU। রাশিয়াকে এবার ভাতে মারার চেষ্টা ইউরোপীয় ইউনিয়নের। রুশ-ইউক্রেন যুদ্ধে পুতিন সেনাকে কাবু করতে ব্যবহৃত হবে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্কেরই অর্থ! ইউরোপে ছড়িয়ে থাকা রুশ ব্যাঙ্কের অর্থ অনির্দিষ্টকালের জন্য ফ্রিজ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের তরফে। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর দফায় দফায় বৃদ্ধি করা হচ্ছিল এই টাকা ফ্রিজ করার মেয়াদ। সেটাই এবার অনির্দিষ্টকালের জন্য ফ্রিজ করা হয়েছে। জানা যাচ্ছে, ফ্রিজ করা রাশিয়ার প্রায় ২২ লক্ষ কোটি টাকা ইউক্রেনকে ঋণ হিসেবে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে ইউরোপ।
{link}
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রায় ২৪ হাজার ৬০০ কোটি ডলারের সম্পত্তি রয়েছে ইউরোপে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২২ লক্ষ কোটির বেশি। যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধেই এই অর্থ ব্যবহারের পরিকল্পনা শুরু হয়েছে। শুরু থেকেই যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ইউরোপ। ন্যাটো সেনা না পাঠালেও, আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জেলেনস্কিকে। ইউরোপে ছড়িয়ে থাকা বিপুল পরিমাণ এই রুশ অর্থই ঋণ বাবদ তুলে দেওয়া হবে ইউক্রেনের হাতে। যাতে যুদ্ধের ময়দানে রুশ সেনার বিরুদ্ধে প্রয়োজনীয় অস্ত্র সংগ্রহ করতে পারে ইউক্রেন।
{ads}