header banner

Pakistan: পাকিস্তানের প্রচার ‘মাত্রাতিরিক্ত ভুল তথ্যে’ ভরা! জানালো ফরাসি নৌসেনা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নিজের দেশের মানুষের কাছে ক্রেডিট নেওয়ার জন্য পাকিস্তান ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছে। এবার ফরাসিরাই তাদের মুখোশ খুলে দিলো। গত মে মাসে ভারত-পাক সংঘর্ষে ভারতীয় বায়ুসেনাকে পর্যুদস্তু করেছিল পাকিস্তানের বায়ুসেনা, এমনকী যুদ্ধে ধ্বংস হয়েছে ভারতের একাধিক রাফালে যুদ্ধবিমান, এক ফরাসি সেনা কমান্ডার নাকি বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি এমনটাই দাবি করেছিল পাক সংবাদমাধ্যম। রবিবার এই দাবি নস্যাৎ করল ফরাসি নৌসেনা। তাদের মতে পাক মিডিয়া রিপোর্ট ‘মাত্রাতিরিক্ত ভুল তথ্যে’ ভরা। পাকিস্তানের জিও টিভির একটি প্রতিবেদনে বলা হয়, ফরাসি কমান্ডার জাকিস লাউনে নিশ্চিত করেছেন অপারেশন সিঁদুরের সময় আকাশে পাকিস্তানের দাপট। তিনি নাকি আরও বলেন, পাকিস্তানি বায়ুসেনা অনেক বেশি তৈরি ছিল। তাছাড়া রাফাল ধ্বংসের নেপথ্যে কেবল চিন জে-১০সি যুদ্ধবিমানের প্রযুক্তিগত ক্ষমতাই নয়, অন্য কারণ রয়েছে। এই সংবাদ পরিবেশনকে ‘ভুয়ো খবর’ বলেছে ফরাসি নৌসেনা।

{link}

এক বিবৃতিতে বলা হয়েছে, “ক্যাপ্টেন লৌনের নামে যা দাবি করা হয়েছে, তা ছাপার জন্য অনুমতি নেওয়া হয়নি। নিবন্ধটিতে ব্যাপক ভুল তথ্য এবং বিভ্রান্তি রয়েছে।” ফরাসি নৌসেনরা বিবৃতি প্রকাশ্যে আসতেই মুখ খুলেছেন শাসক দলের নেতারা। বিজেপি নেতা অমিত মালব্যের বক্তব্য, পাকিস্তানের মিথ্যাচার সামনে চলে এল।

{ads}

Pakistan News France Navy Pakistan Air Force Rafale Pakistan Army India vs Pakistan France সংবাদ যুদ্ধবিমান ফ্রান্স পাকিস্তান

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article